ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সভাপতি, সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বুধবার নয়, বৃহস্পতিবার ছুটি পাচ্ছেন হাসপাতাল থেকে। ছুটি পেয়েই নিজের শরীর ও পরিবারকে বেশি সময় দিতে চান তিনি।ভারতীয় ক্রিকেটে তার কামব্যাক ক্রীড়ামহলে এক সময় চর্চার বিষয় হয়ে উঠেছিল। বারবার সফল কামব্যাক এই লড়াকু ব্যাটসম্যানকে আলাদা পরিচিতি দিয়েছে আন্তর্জাতিক মহলেও।২২ গজ থেকে অবসর নিলেও ব্যস্ততা কমেনি মহারাজের। এখন তিনি ভারতীয় ক্রিকেটের প্রধান প্রশাসক। আবার বিজ্ঞাপন জগতেও তারকা সৌরভ। বিনোদন জগতে টিভি শো-র অন্যতম হোস্ট।এখন আবার রাজনীতি জগতেও বহুল চর্চিত দাদার নাম। তিনি নিজেও এই জল্পনাকে প্রশ্রয় দিয়েছেন। সিপিএম, তৃণমূল ও বিজেপি এই তিন দলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক। ইদানিং বিজেপি নিয়ে জল্পনা বেশি।হৃদযন্ত্রের সমস্যা তাকে মানসিক ভাবে কিছুটা দূর্বল করেছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। চিকিত্সকরা বলেছেন তিনি পুরো সুস্থ।হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি মঙ্গলবার জানান, সৌরভ এখন স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। চাইলে ম্যারাথন দৌড় বা আগের মতো ছক্কা মারতেও সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।তারপরও বেশ সতর্ক ৪৮ এর সৌরভ। গতকাল স্ত্রীর শারীরিক পরীক্ষা করিয়েছেন। হাসপাতাল তাকে বুধবার ছুটি দিতে চাইলেও একদিন বেশি বিশ্রাম নিচ্ছেন।বৃহস্পতিবার ছুটি পেলে বাড়িতে গিয়ে নিজেকে বেশি সময় দেবেন বলে স্ত্রী ডোনাকে কথা দিয়েছেন। মেনে চলতে চান ডাক্তারদের পরামর্শও।সৌরভ অসুস্থ হওয়ার আগে তাকে নিয়ে যে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয় সেটা অনেকটাই স্থিমিত।কিংবদন্তি এই ক্রিকেটার বেসরকারি হাসপাতালে ভর্তি হতেই তাঁকে দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহরা ফোন করে খোঁজ নেন মহারাজের।সিপিএম নেতা ও সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য দাদার সঙ্গে দেখা করে এসে জানান, সৌরভকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন। তার মতে, সৌরভের মতো তারকারা রাজনৈতিক মঞ্চে গেলে গুণমুগ্ধরা অনেকেই আঘাত পাবেন।
নিজের জন্য বাঁচতে চান সৌরভ
হাসপাতাল তাকে বুধবার ছুটি দিতে চাইলেও একদিন বেশি বিশ্রাম নিচ্ছেন।
বৃহস্পতিবার ছুটি পেলে বাড়িতে গিয়ে নিজেকে বেশি সময় দেবেন বলে স্ত্রী ডোনাকে কথা দিয়েছেন। মেনে চলতে চান ডাক্তারদের পরামর্শও।
-
ট্যাগ:
- গাঙ্গুলি
এ বিভাগের আরো খবর/p>