বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃতীয় দিনেই সিরিজ সাউথ আফ্রিকার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জানুয়ারি, ২০২১ ১৯:১৮

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৫৭ ও ২১১, ৫৬.৫ ওভার (করুনারত্নে ১০৩, ডিকওয়েলা ৩৬, এনগিডি ৪/৪৪, সিপামলা ৩/৪০); সাউথ আফ্রিকা ৩০২ ২ ৬৭/০, ১৩.২ ওভার (মার্করাম ৩৬*, এলগার ৩১*)

প্রথম টেস্টে স্বাগতিক সাউথ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল সফরকারী শ্রীলংকার। দ্বিতীয় টেস্টে সেই ভাগ্য এড়াতে পারলেও হারতে হলো দশ উইকেটের বড় ব্যবধানে, সেটিও মাত্র তৃতীয় দিনে।

দ্বিতীয় দিন শ্রীলংকা শেষ করেছিল চার উইকেট হারিয়ে ১৫০ রানে। ৯১ রানে ক্রিজে ছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে; তাকে সঙ্গ দিচ্ছিলেন নিরোশান ডিকওয়েলা।

তৃতীয় দিনের শুরুটা ভালোই হয়েছিল সফরকারীদের। প্রথম চার ওভারের মধ্যে নিজের সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। কিন্তু এরপরই বাধে বিপত্তি।

পরপর দুই ওভারে ফিরে যান দুই সেট ব্যাটসম্যান। আনরিখ নরটিয়া করুনারত্নকে ফেরানোর পরের ওভারেই লুঙ্গি এনগিডির বলে ফিরতে হয় ডিকওয়েলাকে।

বাকি চার উইকেটে আর বেশি দূর আগানো হয়নি শ্রীলংকার। ১৮১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর তারা গুটিয়ে যায় ২১১ রানে। তাতে সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৭।

সাউথ আফ্রিকার হয়ে চারটি উইকেট নেন এনগিডি। তিনটি উইকেট পান লুথো সিপামলা।

জবাবে ৬৭ রান তাড়া করতে একদমই সময় নেয়নি সাউথ আফ্রিকা। দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম স্বাগতিকদের সেই লক্ষ্যে পৌঁছে দেন মাত্র ১৩.২ ওভারে।

প্রথম ইনিংসে সেঞ্চুরির বদৌলতে ম্যাচসেরার পুরস্কার পান এলগার। দ্বিতীয় টেস্টও হারায় দুই টেস্টের সিরিজ শ্রীলংকা হারল ২-০ ব্যবধানে।

এ বিভাগের আরো খবর