নড়াইলে মাশরাফি মোর্ত্তজার ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিজয় সরকার একাদশ। মঙ্গলবারের ম্যাচে তারা ৩ উইকেটে হারায় মোসলেম উদ্দীন একাদশকে।
জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে টস জিতে বিজয় সরকার একাদশ বোলিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে মোসলেম উদ্দীন একাদশ ৬ উইকেট হারিয়ে ১৪৮ সংগ্রহ করে।
মোসলেম উদ্দীন একাদশের পাশা ৩০ বলে ৩৮ রান করেন। তার ইনিংসে ২টি ছক্কা এবং ২টি চার ছিল। একই দলের ইমরান ২৯ বলে ২৮ রান করেন।
বিজয় সরকার একাদশের মইনুল ইসলাম ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩২ রানে দুই উইকেট নেন বাপ্পি।
১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিজয় সরকার একাদশ ৩ উইকেট অক্ষত রেখে এক বল আগে জয় পায়। হাসানুজ্জামান হাসান ৪৫ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন। তার ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৯টি চারের মার। তাকে যোগ্য সঙ্গে দেন নিলয়। ১৭ বলে ২৭ রান আসে তার ব্যাট থেকে।
মোসলেম উদ্দীন একাদশের সুমন ও আনোয়ার দুটি করে উইকেট নেন।
বিজয় সরকার একাদশে হাসানুজ্জামান হাসান ম্যান অব দ্য ম্যাচ হন। ম্যান অবদ্য ম্যাচের পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম (বার) ও ক্রিকেটার মাশরাফির ছোট ভাই মোরসালিন মোর্ত্তজা।
পরবর্তী ম্যাচে বুধবার নূর মোহম্মদ একাদশ মুখোমুখি হচ্ছে এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশের।