বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৌরভ হাসপাতাল ছাড়তে পারেন বুধবার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জানুয়ারি, ২০২১ ১০:২৯

রুপালি বসু বলেন, ‘কয়েক দিন অথবা সপ্তাহের মধ্যেই তার এনজিওপ্লাস্টি হবে এই বিষয়টি নিশ্চিত। পরশুর মধ্যে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার উডল্যান্ডের হাসপাতালের প্রধান নির্বাহী চিকিৎসক রুপালি বসু এ তথ্য জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা এখন ভালো। কিছু দিনের মধ্যেই তার পরের ধাপের এনজিওপ্লাস্টি (ধমনীর রক্ত সঞ্চালন স্বাভাবিক করার অস্ত্রোপচার) করা হতে পারে।

সোমবার চিকিৎসক রুপালি বসু বলেন, ‘কয়েক দিন অথবা সপ্তাহের মধ্যেই তার এনজিওপ্লাস্টি হবে এই বিষয়টি নিশ্চিত। পরশুর মধ্যে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান শনিবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন। তার হৃদযন্ত্রের ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসক একটি ধমনীর রক্ত চলাচল স্বাভাবিক অবস্থায় আনতে সক্ষম হয়েছেন।

এ বিভাগের আরো খবর