প্রথম দিন শেষে স্বাগতিক সাউথ আফ্রিকার কাছে রীতিমতো উড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় দিনে বিশ্ব ফার্নান্দোর পাঁচ উইকেটে স্বাগতিকদের লিড বড় করতে দেয়নি সফরকারীরা।
সাউথ আফ্রিকাকে ৩০২ রানে গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা দিন শেষ করেছে চার উইকেটে ১৫০ রানে, পেয়েছে পাঁচ রানের লিড।
প্রথম দিনে আনরিখ নরটিয়ার বোলিং তোপে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ডিন এলগার ও রুসি ভ্যান ডার ডুসেনের ব্যাটে সাউথ আফ্রিকা প্রথম দিন শেষ করেছিল এক উইকেটে ১৪৮ রানে।
দ্বিতীয় দিনে নিজের শতক তুলে নেন এলগার। ভ্যান ডার ডুসেনও পেরিয়ে যান পঞ্চাশের ঘর। কিন্তু সাত বলের ব্যবধানে দুই জনই ফিরে গেলে মড়ক লাগে প্রোটিয়া ব্যাটিং লাইনআপে। এক উইকেটে ২১৮ থেকে তারা গুটিয়ে যায় ৩০২ রানে।
বিশ্ব ফার্নান্দোর পাঁচ উইকেটের পাশাপাশি দু্ইটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও দাসুন শানাকা।
জবাবে কুশল পেরেরাকে দ্বিতীয় ওভারে হারালেও দলকে লিড এনে দিয়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৯১ রানে অপরাজিত থেকে দিন শেষে শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন পাঁচ রানের লিড। অন্য প্রান্তে আরও তিন উইকেট পড়ায় তার সঙ্গে ক্রিজে আছেন নিরোশান ডিকওয়েলা।
দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার হয়ে তিনটি উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিডি। একটি উইকেট পেয়েছেন আনরিখ নরটিয়া।