বাংলাদেশ ক্রিকেটে গত বছরের ৮ ডিসেম্বর চমক হয়ে হাজির হন পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড করেন বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির। শুধু দ্রুততম নয়, ১৮ বছরের বয়সী ইমন সেদিন বনে যান বাংলাদেশের কনিষ্ঠতম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান।
মাসখানেক পর এবার চমকে যাওয়ার পালা ইমনের নিজের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
নিউজবাংলাকে ইমন জানান, তার কাছে বিষয়টি আশাতীত।
‘অবশ্যই এটি একটি ভালো সংবাদ। এটা খুবই ভালো লাগার বিষয়। খুবই ভালো লাগছে। চিন্তা করিনি যে একটা সেঞ্চুরি করেই সুযোগ পেয়ে যাব। অপ্রত্যাশিত একটা সারপ্রাইজ পেয়েছি’, বলেন ইমন।
প্রাথমিক দলের ক্যাম্প শুরু হচ্ছে ১০ জানুয়ারি। ১৪ ও ১৬ তারিখ নিজেদের মধ্যেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। আপাতত ইমনের নজরে এই দুই ম্যাচ।
‘দুটি প্রস্তুতি ম্যাচে ভালো করার লক্ষ্য। আমি এটা চিন্তা করছি না যে দুটি প্রস্তুতি ম্যাচে খেললেই সুযোগ হয়ে যাবে জাতীয় দলে,’ বলেন ইমন।
ইমনকে সুযোগ দেয়ার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘ইমন এক্সাইটিং ট্যালেন্ট। ওকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আরও দ্রুত তৈরি করা যায়। ভবিষ্যেত যেন ওকে আমরা কাজে লাগাতে পারি।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নয় ইনিংসে ২৯.১২ গড়ে ২৩৩ রান করেন ইমন। ১৩০.৮৯ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির সঙ্গে একটি ফিফটিও করেন এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।
গত বছরের শুরুতেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতেন তিনি। সেই ম্যাচের ফাইনালে খেলেন ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় চোটে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় ইমনকে।
সেই চোট নিয়ে ফিরে অধিনায়ক আকবর আলির সাথে ৪৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে নিয়ে যান জয়ের কাছে। তাদের সেই জুটিতেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
লিস্ট-এ ক্রিকেটে ১০ ম্যাচ খেলেছেন ইমন। সেখানে তার সংগ্রহে ২২ গড়ে ১৯৮ রান। আছে একটি ফিফটি।