ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পাননি মাশরাফি মোর্ত্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করা ২৪ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি বাংলাদেশ ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়কের।
দুই বছর পর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই ৫০ ওভারের ফরম্যাটে দল নির্বাচন করেছে বিসিবি। তাদের ভবিষ্যত পরিকল্পনায় মাশরাফি নেই, এমনটা উল্লেখ করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নিউজবাংলাকে বলেন, ‘মাশরাফি ছাড়া সিরিজটা শুরু করছি। বিশ্বকাপ সামনে রেখে টিম ম্যানেজমেন্ট যে ভিশন ২০২৩ প্ল্যান দিয়েছে সেটা মাথায় রেখে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে এগোচ্ছি।’
দীর্ঘ ক্যারিয়ারে দেশের ক্রিকেটে মাশরাফি অবদান স্মরণে রেখে সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না জানান মিনহাজুল। প্রধান নির্বাচক বলেন, ‘বাস্তবতা আমাদের মানতেই হচ্ছে। সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। এখানে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। কোন কিছুই বাদ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্ট, ওর ফিটনেস ট্রেইনার, বোলিং কোচ সবার সঙ্গে আলোচনা হয়েছে। সব বিভাগের সবার সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নির্বাচকেরা এখনই মাশরাফির ক্যারিয়ারের পর্দা নামিয়ে দিতে রাজি নন। যেহেতু তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন, তার পারফর্মেন্স বিবেচনা করা হবে ভবিষ্যতে।
‘ও (মাশরাফি) খেলা চালিয়ে যাবে সেটা বলেছে। এটা পুরোপুরি তার ওপর। ঘরোয়া ক্রিকেট খেলবে। দেখা যাক কি হয়। এটা তো আমরা বলতে পারি না ওর পারফরম্যান্স কি হবে না হবে। তখন দেখা যাবে সেটা,’ যোগ করেন প্রধান নির্বাচক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ জন ও টেস্ট সিরিজের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমনদের মত তরুণ ক্রিকেটাররা।
প্রধান নির্বাচক জানান, ২০২৩ বিশ্বকাপের জন্যই নতুনদের যাচাই করে নিতে চায় বোর্ড। এই প্রসঙ্গে মিনহাজুল বলেন, ‘২০২১ থেকে প্রচুর ম্যাচ আছে আমাদের। টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন সবকিছু মিলিয়ে। এজন্য টেস্ট আর ওয়ানডের দলটা বড় করা হয়েছে।’প্রাথমিক দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে ১০ জানুয়ারি। বিসিবি জানায়, ক্রিকেটাররা বায়ো-বাবলে প্রবেশ করবেন ৭ জানুয়ারি।