গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মাশরাফি মোর্ত্তজা। সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবেন কি না, সে নিয়ে ছিল ধোঁয়াশা।
সেই ধোঁয়াশা কাটল সোমবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলে জায়গা হয়নি মাশরাফির। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডের ২৪ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি মাশরাফির। ওয়ানডে দলে প্রথম বারের মত ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। ফিরেছেন তাসকিন আহমেদ ও ইয়াসির আলি রাব্বি।
টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বিসিবি। সেখানে প্রথম বারের মত সুযোগ পেয়েছেন ইয়াসির আলি রাব্বি ও হাসান মাহমুদ। দলে ফিরেছেন সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম ও তাসকিন আহমেদ। টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।
এই সিরিজের মধ্য দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। তিনি আছেন দুই ফরম্যাটের দলেই।
ওয়ানডে সিরিজের প্রাথমিক দল
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নাইম শেখ, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, রুবেল হোসেন, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ।
টেস্ট সিরিজের প্রাথমিক দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি।