বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোটে বাদ প্যাটিনসন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ জানুয়ারি, ২০২১ ১৪:২৮

দ্বিতীয় টেস্টের পর নিজের বাসায় পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এই ফাস্ট বোলার।

ভারতের সিডনি টেস্টের আগে দুঃসংবাদ পেতে হল অস্ট্রেলিয়াকে। পাঁজরে চোট পাওয়ায় সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারছেন না জেমস প্যাটিনসন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) নিশ্চিত করেছে এই তথ্য।দ্বিতীয় টেস্টের পর নিজের বাসায় পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এই ফাস্ট বোলার এমনটা উল্লেখ করে এক বিবৃতিতে সিএ জানায়, ‘আপাতত আমরা তার বিকল্প হিসেবে কাউকে স্কোয়াডে যোগ করছি না। ব্রিসবেনে চতুর্থ টেস্টের আগে তার ফিটনেস টেস্ট করে সিদ্ধান্ত নেয়া হবে।’সিরিজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে থাকলেও মিচেল স্টার্ক, প্যাট কামিনস ও জশ হেইজলউডকে টপকে একাদশে জায়গা পাওয়া হয়নি ৩০ বছর বয়সী প্যাটিনসনের।আগে থেকেই সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে আছেন দুই পেসার শন অ্যাবট ও মাইকেল নেসের।সিরিজের প্রথম টেস্টে ভারতকে আট উইকেটে হারিয়ে লিড নেয় অজিরা। দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জিতে সমতা ফেরায় সফরকারী দল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট।অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাটা কামিন্স, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হেইজলউড, মারকাস হ্যারিস, ট্র্যাভিস হেড, ময়সেস এনরিকেস, মারনাস ল্যাবুশেইন, নেইথান লায়ন, মাইকেল নেসের, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথিউ ওয়েড ও ডেভিড ওয়ার্নার।

এ বিভাগের আরো খবর