বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নরটিয়া ঝড়ে উড়ে গেল শ্রীলংকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জানুয়ারি, ২০২১ ২৩:১০

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা ১৫৭, ৪০.৩ ওভার (কুশল ৬০, হাসারাঙ্গা ২৯, নরটিয়া ৬/৫৬, মুলডার ৩/২৫); সাউথ আফ্রিকা ১৪৮/১, ৩৭ ওভার (এলগার ৯২*, ভ্যান ডার ডুসেন ৪০*, ফার্নান্দো ১/৩০)

আগের টেস্টে তবু শুরুটা ভাল ছিল শ্রীলংকার। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্বাগতিক সাউথ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা।

টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকা গুটিয়ে যায় মাত্র ১৫৭ রানে। জবাবে দিন শেষে মাত্র এক উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা তুলেছে ১৪৮।

মূলত আনরিখ নরটিয়ার বোলিং তোপেই উড়ে গেছে শ্রীলংকা। ৫৬ রানে ছয় উইকেট নিয়ে সাউথ আফ্রিকার এই ফাস্ট বোলার তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নেকে দিয়ে শুরু। এরপর একে একে নরকীয়া ফিরিয়েছেন মিনোদ ভানুকা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাক, দুশমন্ত চামিরা ও আসিথা ফার্নান্দোকে।

নরটিয়াকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইয়ান মুলডার। তিন উইকেট তুলে নেন এই অলরাউন্ডার, যার মধ্যে প্রথমটি ছিল শ্রীলংকার হয়ে একমাত্র ফিফটি করা কুশল পেরেরা।

জবাবে শুরুতেই ওপেনার এইডেন মার্করামকে হারায় সাউথ আফ্রিকা। কিন্তু এরপর আর কোন উইকেটই নিতে পারেনি শ্রীলংকা।

ডিন এলগার ও রাসি ভ্যান ডার ডুসেনের জুটিতে মাত্র নয় রানে পিছিয়ে থেকে দিন শেষ করে স্বাগতিকরা। এলগার ৯২ ও ভান ডার ডুসেন অপরাজিত থাকেন ৪০ রানে।

এ বিভাগের আরো খবর