বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাদাকে নিয়ে দড়ি টানাটানি

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ১৫:৫০

সৌরভের খোঁজ নিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতার নগর প্রশাসক ফিরহাদ হাকিমের মতো ভিভিআইপিরা ভিড় জমান হাসপাতালে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) চেয়ারম্যান ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন অনেকটাই সুস্থ। তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা নেই চিকিৎসকদের। সৌরভের শারীরিক এমন পরিস্থিতিতে তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি।

এর পরিপ্রেক্ষিতে ভক্তদের দাবি, ‘দাদাকে দাদার মতো থাকতে দিন।’বুকে ব্যথা নিয়ে শনিবার কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ। তার হার্টে ব্লক পাওয়া যায়। দ্রুত এনজিওপ্লাস্টি করে স্টেন্টিং করানো হয় হাসপাতালে।‘প্রিন্স অফ ক্যালকাটা’র অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভারতীয় সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, ক্রিকেটের রাজপুত্র শচিন টেন্ডুলকার থেকে শুরু করে সবাই দ্রুত আরোগ্য কামনা করেন।পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতার নগর প্রশাসক ফিরহাদ হাকিমের মতো ভিভিআইপিরা সৌরভের খোঁজ নিতে ভিড় জমান হাসপাতালে।বিজেপির সাবেক সভাপতি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবার খোঁজ নেন দাদার। রোববার সকালে সৌরভকে দেখতে যান বাম আমলে রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।সৌরভ সকালে নাস্তায় ছানা খেয়েছেন। তার স্ত্রী ডোনা ও মেয়ে সানা দেখতে যান তাকে। হাসপাতালের সামনে দেখা যায় সংবাদকর্মীদের ভিড়।সাবেক এই ওপেনার ভালো হতেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। বিজেপি অনেক দিন ধরেই তাকে দলে টানতে মরিয়া। তাকে নাকি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হতে পারে।

এটা বুঝেই সামাজিক গণমাধ্যমে তৃণমূল সমর্থকদের কটাক্ষ, ‘অসৎ সঙ্গে সর্বনাশ!’

বিজেপির দিকে পা বাড়িয়ে নিজের বিপদ ডেকে আনছেন সৌরভ, এমনটাই বলতে চাইছেন তারা।

সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের মতে, সৌরভের মতো ব্যক্তিত্বের কোনও রাজনৈতিক শিবিরেই যাওয়া উচিত নয়। তিনি কোনও দলে গেলে অন্য দলের সমর্থকরা আঘাত পেতে পারেন।সৌরভ এখনও কোনও দলের দিকে পা বাড়াননি। তার ঘনিষ্টমহল থেকে বলা হচ্ছে, শারীরিক ধাক্কা সামলে উঠলেও রাজনীতির দিকে পা বাড়াবেন না দাদা। তিনি ক্রিকেট নিয়েই থাকতে চান।

এ বিভাগের আরো খবর