বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রিসবেন যেতে চায় না ভারত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জানুয়ারি, ২০২১ ১২:৩০

তৃতীয় টেস্ট শুরুর আগেই চতুর্থ টেস্ট নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ব্রিসবেনের কোয়ারেন্টিন নিয়ম মানতে রাজী নয় ভারতের টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। তৃতীয় টেস্ট শুরুর আগেই চতুর্থ টেস্ট নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ব্রিসবেনের কোয়ারেন্টিন নিয়ম মানতে রাজী নয় ভারতের টিম ম্যানেজমেন্ট।করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় কোয়ারেন্টিন বিধি-নিষেধে কড়াকড়ি আরোপ করে কুইনসল্যান্ড রাজ্যে সরকার। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় দলের এক কর্মকর্তা জানান সদস্যরা ব্রিসবেনে কোয়ারেন্টিনের কড়াকড়ি মানতে রাজি নন।‘আমরা সিডনি আসার আগে ১৪ দিন দুবাইয়ে কোয়ারেন্টিনে ছিলাম। এখানে এসেও কোয়ারেন্টিন চলছে। মাঠে নামার আগে প্রায় এক মাস যাবৎ একটা বায়ো-বাবলে আছি। এখন আমরা সফরের শেষ পর্যায়ে আরও একটা কোয়ারেন্টিনে থাকতে চাই না’, ওই কর্মকর্তা ক্রিকবাজকে জানান।অস্ট্রেলিয়ান দলকে এরই মধ্যে জানানো হয়েছে যে তারা ব্রিসবেনে কোয়রেন্টিনের সময় হোটেল রুম থেকে বের হতে পারবেন না। অনুশীলন করতে পারবেন কোয়ারেন্টিন শেষে। এই নিয়মেই আপত্তি ভারত দলের।‘মাঠ ছাড়া শুধু যদি হোটেল রুমেই আটকে থাকতে হয় তাহলে আমরা ব্রিসবেন যেতে চাই না। তার বদলে অন্য কোনো শহরে গেলেও সমস্যা নেই। দরকার হলে দুটো টেস্ট একই ভেন্যুতে খেলে, সিরিজ শেষ করে বাড়ি ফিরতে চাই আমরা,’ যোগ করেন ওই কর্মকর্তা।তৃতীয় টেস্টের জন্য দুই দলই আছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে। কুইনসল্যান্ড করোনা মহামারির কারণে রাজ্য সীমান্ত অন্য রাজ্যের নাগরিকদের প্রবেশের জন্য বন্ধ করে দিয়েছে।দুই দলকে তাই বিশেষ ব্যবস্থায় বায়ো-বাবলে থেকে ব্রিসবেন যেতে হবে এবং কোয়ারেন্টিনের বিধি-নিষেধ মানতে হবে। যেটা করতে চাচ্ছে না সফরকারী দল। সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট।

এ বিভাগের আরো খবর