এক বছরের নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। সেই সিরিজের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশে ফেরেন রোববার।কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে রোববার সকাল দশটায় মা শিরীন আক্তারকে নিয়ে ঢাকায় পৌঁছান সাকিব।বিমানবন্দরে গণমাধ্যমকে সাকিব জানান, উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ভালো করাটাই স্বাভাবিক।
‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা যদি ভালো না করি তা হতাশার হবে,’ নিউজবাংলাকে বলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে আনন্দিত সাকিব। সুযোগটার জন্য ধন্যবাদ দিলেন সফরকারী দলকে।‘আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরছি ভেবে ভালো লাগছে৷ কোন চাপ নেই৷ তবে সহজ হবে না আমার জন্য৷ চেষ্টা করবো আগের জায়গায় ফেরার। এই কামব্যাকটা আলাদা৷ শ্রীলঙ্কা যেতে পারিনি যা হতাশার৷ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ আসার জন্য,’ যোগ করেন বিশ্ব সেরা অলরাউন্ডার।
নতুন বছরের প্রথম দিনই সুসংবাদ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইনস্ট্যাগ্রামে ছবি দিয়ে জানান, তৃতীয়বারের মত বাবা হচ্ছেন তিনি। সাকিব সবার দোয়া চান অনাগত সন্তানের জন্য।
‘নতুন সন্তানের খবর আনন্দের৷ সবার দোয়া চাই যেন বাচ্চা সুস্থ থাকতে পারে’, বলেন সাকিব।