ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি মোর্ত্তজাকে বিবেচনার বাইরে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
হঠাৎ করে রাজনীতিবিদ বনে যাওয়া সাবেক অধিনায়ক যে, এখনও ধার ধরে রেখেছেন সে প্রমাণ দিয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। টুর্নামেন্টের জেমকন খুলনার হয়ে চার ম্যাচে সাত উইকেট পান মাশরাফি। এর মধ্যে প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে নেন পাঁচ উইকেট।
গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝখানে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাশরাফি। নেতৃত্ব ছাড়লেও অবসরের ঘোষণা দেননি তিনি।
সেই সিরিজের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ফলে মাশরাফির ভবিষ্যৎ নিয়ে জমে ধোঁয়াশা।
১০ জানুয়ারি দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরের ওয়ানডে দলের জন্য মাশরাফিকে বিবেচনা করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার নিউজবাংলাকে বলেন, দল ঘোষণার আগে বিবেচনায় থাকেন সব খেলোয়াড়ই।
‘যখন আমরা দল নির্বাচন করি, সব খেলোয়াড়ই তো বিবেচনায় থাকে। আমি তো নির্দিষ্ট করে বলতে পারব না যে আমি ওকে বিবেচনা করছি না বা বিবেচনা করছি। সে (মাশরাফি) যেহেতু সাম্প্রতিক সময়ে ক্রিকেট খেলেছে সে বিবেচনায় থাকবেই।’
বাশার জানান, ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যে।
করোনাভাইরাসের ভয়ে বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের ১০ ক্রিকেটার। তাদের মধ্যে আছেন অধিনায়ক জেসন হোল্ডার, কিয়েরান পোলার্ড, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারদের মত তারকা খেলোয়াড়রা।
ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা না আসার বিষয়টি হতাশার কি না এই প্রশ্নের জবাবে বাশার বলেন, সফরকারী দল নিয়ে চিন্তিত নন তিনি।
‘ওয়েস্ট ইন্ডিজ দুর্বল দল পাঠাচ্ছে না সবল দল পাঠাচ্ছে, এখন আর আমরা এগুলো নিয়ে চিন্তিত না। আমাদের জন্য এটি একটি ইন্টারন্যাশনাল সিরিজ। আমরা আমাদের দল নিয়েই ভাবছি।’