বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হার্টে রিং পরানো হলো সৌরভের

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১৫:১৪

সৌরভকে ইমার্জেন্সিতে ভর্তি করানোর পর তার এনজিওগ্রাম করানো হয়। চিকিৎসকেরা এরপর তার এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। অর্থাৎ হার্টে রিং পরানো হয় তার। কলকাতার দৈনিক আনন্দবাজার সাবেক ভারতীয় অধিনায়কের পরিবারের বরাত দিয়ে জানায় তার হার্টে তিনটি ব্লক পাওয়া গেছে।

ভারতের কিংবদন্তি অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির এনজিওপ্লাস্টি করানো হয়েছে।শনিবার সকালে কলকাতার নিজ বাড়িতে ব্যায়াম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। সঙ্গে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় কলকাতার উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে।সৌরভকে ইমার্জেন্সিতে ভর্তি করানোর পর তার এনজিওগ্রাম করানো হয়। চিকিৎসকেরা এরপর তার এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। অর্থাৎ হার্টে রিং পরানো হয় তার। কলকাতার দৈনিক আনন্দবাজার সাবেক ভারতীয় অধিনায়কের পরিবারের বরাত দিয়ে জানায় তার হার্টে তিনটি ব্লক পাওয়া গেছে।

এর আগে উডল্যান্ড হাসপাতালের চিকিৎসক সরোজ মন্ডল এনজিওপ্লাস্টির বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘তিনি (সৌরভ) স্থিতিশীল। এনজিওপ্লাস্টি করা হবে। তার চেতনা আছে; তার পরীক্ষা করছি আমরা।’ কিংবদন্তি এই ক্রিকেটারের অসুস্থতার খবরে পুরো ভারতের নানা প্রান্ত থেকে আসতে থাকে প্রার্থনা ও সুস্থতার বার্তা। সৌরভের সুস্থতা কামনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করেন।

টুইটে মমতা লেখেন, ‘সৌরভ গাঙ্গুলির মাইল্ড হার্ট অ্যাটাকের খবরে দুঃখ পেলাম। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি ও তার পরিবারের প্রতি আমার প্রার্থনা।’

সৌরভের দীর্ঘদিনের সতীর্থ এবং কাছের বন্ধু শচীন টেন্ডুলকার সুস্থতা কামনা করে টুইট করেন। নিজের ও সৌরভের একটি ছবি টুইট করে শচীন লেখেন, ‘এইমাত্র তোমার অসুস্থতার খবর পেলাম। আশা করি প্রতিটা দিনই তোমাকে পূর্ণ সুস্থতার কাছে নিয়ে আসবে।’সৌরভের পরিবারের সঙ্গে কথা বলে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ টুইট করেন, ‘সৌরভ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করছি। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি ভালো আছেন ও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।’

সৌরভের সুস্থতা কামনা করেছেন ভিরাট কোহলিও। টুইটে ভারতের অধিনায়ক লেখেন, ‘আপনার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। দ্রুত সেরে উঠুন।’

একই রকম টুইট করেন আনিল কুম্বলে, কুলদীপ ইয়াদভ ও মোহাম্মদ শামিরা।ক্রিকেট মাঠ থেকে ২০০৮ সালে অবসর নেয়ার পর ক্রিকেট প্রশাসন ও টিভি ক্যারিয়ার নিয়েই ব্যস্ত তিনি। গত নভেম্বরে সৌরভ ভারতীয় মিডিয়াকে জানান, করোনা মহামারির সময়ে তাকে ২২ বার পরীক্ষা করাতে হয়েছিল আইপিএলসহ নানা ক্রিকেটীয় ইভেন্ট ও টিভি শোর কারণে।ভারতের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দলকে ৪৯টি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২১টিতে।১৯৯২ থেকে ২০০৮ সালে পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেন এই বাঁহাতি। ১১৩টি টেস্ট, ৩১১ ওডিআইয়ে ১৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করেছেন তিনি।

এ বিভাগের আরো খবর