ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়ে প্রথম দুই টেস্ট ম্যাচ খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনারকে তৃতীয় টেস্টের দলে রাখলেও, এখনও তার ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে নেই। শনিবার সকালে নিজেই এই তথ্য নিশ্চিত করেন ওয়ার্নার।প্রথম টেস্টে ভারতকে ধসিয়ে দেয়ার পর দ্বিতীয় টেস্টে পরাস্ত হয় অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজে তাই মহাগুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে সেরা শক্তির দলটাকেই চাচ্ছে অজিরা। সেজন্য প্রথম দুই টেস্টে রান না পাওয়া জো বার্নস ও ট্র্যাভিস হেডকে বাদ দিয়ে ওয়ার্নার ও উইল পুকোভস্কিকে দলভুক্ত করে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট।তাদের সবচেয়ে ভোগাচ্ছে ওয়ার্নারের হ্যামস্ট্রিং ইনজুরি। শনিবার অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন শতভাগ ফিট নন তিনি তারপরও খেলতে চান সিডনিতে।‘আমি গত দুইদিনে দৌঁড়াইনি। আজ (শনিবার) ও কাল বুঝতে পারব আমি ঠিক কোথায় আছি। আমি কী শতভাগ ফিট থাকব? মনে হয় না। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব মাঠে নেমে খেলার। শতভাগ ফিট না হলেও খেলব’, বলেন ওয়ার্নার।শেষ মুহূর্তে যদি ওয়ার্নার খেলতে না পারেন তাহলে ওপেনিংয়ে ম্যাথিউ ওয়েডের সঙ্গে শুরু জুটিতে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা পুকোভস্কিকে। তবে, ওয়ার্নার দলে জায়গা পাওয়া নিয়ে আপাতত ভাবছেন না। নির্বাচকদের উপরই ছেড়ে দিলেন দায়িত্ব। ‘এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই যে আমি কাকে চাই। দিন শেষে নির্বাচকেরা যাকে নিতে চান তাকেই নেবেন। তারা যদি ভাবেন একটা পরিবর্তন আনা প্রয়োজন সেটা করবেন। একটা পরিবর্তন দরকার হলে তাই আনবেন। আমি নিশ্চিত নই’, যোগ করেন ওয়ার্নার।তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ৭ জানুয়ারি সিডনিতে। চার টেস্ট ম্যাচের সিরিজ ১-১ সমতায় আছে।
সিডনি টেস্টে নিশ্চিত নন ওয়ার্নার
তাদের সবচেয়ে ভোগাচ্ছে ওয়ার্নারের হ্যামস্ট্রিং ইনজুরি। শনিবার অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে তিনি জানান ফিট নন তবুও খেলতে চান সিডনিতে।
-
ট্যাগ:
- ওয়ার্নার
এ বিভাগের আরো খবর/p>