চোট থেকে সেরে না ওঠায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না বাবর আজমের। ডান আঙ্গুলের চোট থেকে এখনও সেরে ওঠেননি পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ও নিয়মিত অধিনায়ক।
সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান আজম। যে কারণে তিনটি টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করছিল দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন আজম।
তেমনটাই আর হচ্ছে না। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজম টানা দ্বিতীয় টেস্ট মিস করছেন। শনিবার সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
‘নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। তার অনুপস্থিতিতে মোহাম্মদ রিজওয়ান দলকে নেতৃত্ব দেবেন। বাবর শুক্রবার পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেন। অনুশীলনের সময় তার ডান বৃদ্ধাঙ্গুলিতে ব্যাথা অনুভব করছিলেন। যে কারণে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না’, ’ বিবৃতিতে জানায় পিসিবি।
রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান প্রথম টেস্টে ১০১ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। রোববার থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।