ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েছেন জো বার্নস। সিরিজের প্রথম দুই টেস্টে রান পাননি এই অস্ট্রেলিয়ান ওপেনার। তাকে বাদ দিয়ে তরুণ উইল পুকোভস্কিকে ডেকেছে স্বাগতিক দল।
একই সঙ্গে অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফিরে পাচ্ছে তারা। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ব্যাথা পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
জো বার্নস ভারতের বিপক্ষে চলমান সিরিজে আট, শূন্য, চার ও ৫১ রান করেছেন চার ইনিংসে। ওয়ার্নার ও পুকোভস্কির চোটের কারণেই মূলত তাকে দলে ডাকে অস্ট্রেলিয়া।
বার্নস সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি দেখেই বাদ দেয়া হয়েছে তাকে এমনটা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান নির্বাচক ট্রেভর হনস।
‘দূর্ভাগ্যজনকভাবে জোর ফিরে আসাটা নির্বাচকেরা যেমনটা ভেবেছিলেন তেমনটা হয়নি এবং এটি সামর্থ্যে পরিচায়ক নয়,’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন হনস।
ওয়ার্নার ও পুকোভস্কির সঙ্গে শেষ দুই টেস্টের জন্য দলে ডাকা হয়েছে সিমিং অলরাউন্ডার শন অ্যাবটকে।
চার ম্যাচ সিরিজে ১-১ সমতা আছে এখন। ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে তৃতীয় টেস্ট। ১৫ জানুয়ারি ব্রিসবেনে শুরু হচ্ছে চতুর্থ ও শেষ টেস্ট।