জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আসবে ক্যারিবিয়রা।
তবে করোনাভাইরাস ভীতির কারণে ১০ জন তারকা খেলোয়াড় বাংলাদেশ সফর করতে রাজি হননি। দু্ই জন আসছেন না ব্যক্তিগত কারণে। সব মিলিয়ে ১২ জন খেলোয়াড় আসতে না চাওয়ায় রং হারাচ্ছে সিরিজ।
করোনা শঙ্কায় আসতে না চাওয়া ১০ জনের মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডারসহ কিয়েরান পোলার্ড, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরানের মতো তারকা ক্রিকেটার। বাকিরা হলেন- ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শামারহ ব্রুকস, এভিন লুইস ও শেলডন কটরেল। ব্যক্তিগত কারণে আসছেন না ফ্যাবিয়েন অ্যালেন ও শেন ডাওরিচ।
এই ক্রিকেটারদের ছাড়াই সফরের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
হোল্ডারের অনুপস্থিতিতে টেস্টে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্র্যাথওয়েইট। অন্যদিকে ওয়ানডে দলের নেতৃত্বভার সামলাবেন জেসন মোহাম্মদ।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েইট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, জন ক্যাম্পবেল, রাখিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রেমন রাইফার, জোমেল ওয়ারিকান
ওয়ানডে দল: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, আন্ড্রে ম্যাকার্থি, ইয়র্ন ওটলে, রভম্যান পাওয়েল, রেমন রাইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র