অস্ট্রেলিয়া ও ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ জমে উঠেছে বেশ। প্রথম ম্যাচটা স্বাগতিকরা জিতে নেয়ার পর আট উইকেটের জয় দিয়ে পরের ম্যাচেই সিরিজে ফিরেছে ভারত।
সিরিজের তৃতীয় টেস্টটি হওয়ার কথা ছিল সিডনির বিখ্যাত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। তবে বড়দিনের সময়ে সিডনিতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় ম্যাচটি মেলবোর্নে সরিয়ে নেয়ার কথা হচ্ছিল।
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে, সিরিজের তৃতীয় টেস্টটি হবে সিডনিতেই। নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড সরকারের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
অর্থাৎ, সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়া ও ভারত লড়াই করবে সিডনিতেই। সিডনির পর দুই দল চতুর্থ টেস্ট খেলবে ব্রিজবেনে।
সিডনিতে হতে যাওয়া নতুন বছরের প্রথম টেস্ট পরিচিত পিঙ্ক টেস্ট নামে। স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরির বড় উপলক্ষ্য টেস্টটি।
ম্যাকগ্রা ফাউন্ডেশনের জন্য এটি তহবিল সংগ্রহের অন্যতম বড় মাধ্যম। সিডনি টেস্টের তৃতীয় দিনে পালন করা হয় ‘জেন ম্যাকগ্রা ডে’। এই দিবসটি উৎসর্গ করা হয় অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার প্রথম স্ত্রী জেন ম্যাকগ্রাকে, যিনি স্তন ক্যান্সারে মারা গেছেন।