বাংলাদেশ নারী ক্রিকেট দল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে মার্চে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর মাঠে নামেনি তারা।
প্রায় এক বছর পর ২০২১ সালের মার্চে আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছেন সালমা-জাহানারারা। মার্চে পাঁচটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা নারী দল। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিরেক্টর ও নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
নারী ক্রিকেটারদের ক্রিকেটে ফেরানোর জন্য এক মাসের ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বিসিবি। ৩ জানুয়ারি সিলেটে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে ডাক পেয়েছেন ২৯ ক্রিকেটার।
আপাতত ব্যাটিং কোচ ছাড়াই ক্যাম্প করবেন ক্রিকেটাররা। নিউজবাংলাকে নাদেল জানান, ব্যাটিং কোচের সঙ্গে কথাবার্তা বলছেন তারা। তবে ক্যাম্পে নতুন ব্যাটিং কোচ যোগ দেবেন কিনা, সে বিষয়ে রয়েছে সন্দেহ।
সরকারি নির্দেশনা অনুযায়ী, যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। নাদেল জানালেন, এই কোয়ারেন্টিনের বিষয়টি থাকাতেই ক্যাম্পের জন্য ডাকা হচ্ছে না ব্যাটিং কোচকে।
‘কোচের সঙ্গে যে কথাবার্তা চলছে, চার-পাচ দিনের মধ্যেই আমরা এটা নিশ্চিত করবো। যদি নিশ্চিত হয়, তাহলে আসতে পারে (ক্যাম্পের জন্য)। তবে পরিস্থিতি নির্ভর করছে সরকার যেহেতু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের কথা বলছে। কোচ যদি এসে কোয়ারেন্টিনে থাকে, তাহলে তো এনে লাভও নেই’, বলেন নাদেল।
শিগগিরই নতুন কোচের নাম জানানো হবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন নাদেল।
‘এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বলতে পারব না (ব্যাটিং কোচ কে)। নিশ্চিত হয়ে গেলে বিসিবি থেকে আমরা জানিয়ে দেব। আমরা চাচ্ছি নিশ্চিত হওয়ার পরই নামটা বলতে’, জানান এই বিসিবি ডিরেক্টর।