ছেলেদের ক্যাম্পের আগেই তিন জানুয়ারি থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্পটি চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্যাম্পের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন করেছে ২৯ জনের দল। ক্যাম্পে অনুশীলনের পাশাপাশি থাকছে পাঁচটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ।
ঢাকা ও সিলেটে করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। তিন তারিখ সবাই যাচ্ছেন সিলেট। প্রথম তিন দিনে যাচাই করা হবে ফিটনেস। তারপর শুরু হবে ক্যাম্প।প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে ১৬ জানুয়ারি। এরপরের চারটি খেলা হবে জানুয়ারির ১৮, ২৪, ২৭ ও ২ ফেব্রুয়ারি।
ট্রেনিং ক্যাম্পের জন্য দল: সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মণি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোসতারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরায়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবিয়া হায়দার ঝিলিক, আকা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার