কিছুদিন আগেই শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। জানুয়ারির মাঝামাঝি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। এর আগে কোনো খেলা নেই টাগারদের।বড়দিন ও নববর্ষের আগে বেশ ছুটির মেজাজেই আছেন ক্রিকেটাররা। তামিম ইকবাল গেছেন দুবাইয়ে ছুটি কাটাতে। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে। আর মুশফিকুর রহিম আছেন ঢাকায়। ছুটির ফাঁকে নিজের ‘অস্ত্র’ শাণ দিতে দেখা গেল তাকে।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের অস্ত্র অবশ্য প্রাণঘাতী কিছু নয়। বোলারদের উপর চড়াও হওয়ার অস্ত্র, তার প্রিয় ক্রিকেট ব্যাট।নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পছন্দের ব্যাটগুলোর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। ছবিতে দেখা যাচ্ছে ব্যাটের গ্রিপে টেপ লাগাচ্ছেন তিনি।ফেইসবুক ও টুইটারে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের অস্ত্রগুলোর যত্ন নিতে হবে আপনাকেই।’খুব দ্রুতই শাণ দেয়া অস্ত্র ঝালিয়ে নেওয়ার উপলক্ষ পেয়ে যাবেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে জানুয়ারির ৮-৯ তারিখে। সোমবার এমনটা আভাস দেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
‘অস্ত্রে’ শাণ দিচ্ছেন মুশফিক
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পছন্দের ব্যাটগুলোর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। ছবিতে দেখা যাচ্ছে ব্যাটের গ্রিপে টেপ লাগাচ্ছেন তিনি।
-
ট্যাগ:
- মুশফিক
এ বিভাগের আরো খবর/p>