মাউন্ড মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে ব্যাকফুটে আছে পাকিস্তান। ৩৭৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭১ রানে চতুর্থ দিন শেষ করেছে সফরকারী দল। এখনও ৩০২ রানে পিছিয়ে আছে তারা।তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২৩৯ রানে অলআউট হয়ে যাওয়ার সঙ্গে খেলা শেষ হয়ে গেলে, চতুর্থ দিন সকালে নতুন ইনিংস শুরু করে নিউজিল্যান্ড।দুই স্বাগতিক ওপেনার টিম লেইথাম ও টম ব্লান্ডল দারুণ শুরু এনে দেন দলকে। ১১১ রান যোগ করেন তারা। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ৬৪ রানে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন ব্লান্ডল।লেইথামও পূর্ণ করেন তার ২০তম টেস্ট ফিফটি। নাসিম শাহর বলে আউট হন ৫৩ রান করে। এরপর দ্রুত উইকেট তুলে নিতে থাকে পাকিস্তান। কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের উইকেট নেন নাসিম। উইলিয়ামসন ২১ ও নিকোলস ১১ রান করেন।৫ রান করে রানআউট হন বিজে ওয়াটলিং। তখন নিউজিল্যান্ডের স্কোর ১৭০/৫। এরপর আর ১০ রান করার পরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক উইলিয়ামসন। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ৩৭৩।পাকিস্তানের হয়ে নাসিম ৩টি ও আব্বাস ১টি উইকেট নেন।পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে বাজেভাবে শুরু করে পাকিস্তান। শূন্য রানে হারায় দুই ওপেনারকে। শান মাসুদকে আউট করেন টিম সাউদি আর আবিদ আলি ফেরেন ট্রেন্ট বোল্টের বলে।হারিস সোহলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯ রানে তাকে আউট করে তৃতীয় নিউজিল্যান্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছান সাউদি।এরপর আজহার আলি আর ফাওয়াদ আলমের দৃঢ়তায় আর কোনো উইকেট খোয়ায়নি পাকিস্তান। দিন শেষে ৩ উইকেটে ৭১ রান সংগ্রহ করে তারা। আজহার ৩৪ ও ফাওয়াদ ২১ রানে অপরাজিত ছিলেন।পঞ্চম ও শেষ দিনে জিততে হলে পাকিস্তানের দরকার আরও ৩০২ রান। ড্র করতে হলে ব্যাট করতে হবে সারাদিন। আর নিউজিল্যান্ডের লক্ষ্য সাত উইকেট।
প্রথম টেস্টে পরাজয় এড়াতে লড়ছে পাকিস্তান
৩৭৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭১ রানে চতুর্থ দিন শেষ করেছে সফরকারী দল। এখনও ৩০২ রানে পিছিয়ে আছে তারা।
-
ট্যাগ:
- নিউজিল্যান্ড
এ বিভাগের আরো খবর/p>