অ্যাডেলেইড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হওয়ার পর সমালোচনার ঝড় বইয়ে যায় ভারতীয় দলের উপর। সাবেক খেলোয়াড়, বিশ্লেষক ও সাংবাদিক কেউ-ই বাদ যাননি দলকে বিপর্যয়ের পর কাঁটাছেড়া করায়। রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি খেলোয়াড়ও ভেবেছিলেন ভালো খেলতে না পারলে ৪-০ তে সিরিজ হারতে পারে ভারত।মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে সেই সব সমালোচনার নীরব জবাব দিয়েছে ভারত। অধিনায়ক আজিঙ্কা রাহানে সেই প্রসঙ্গের ধারে কাছে যাননি। ম্যাচ শেষে দলের পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কোহলির জায়গায় অধিনায়কত্ব করা রাহানে।নিজেদের সামর্থ্যের প্রতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জন্য অ্যাডেলেইডের কথা চিন্তা করে বিমর্ষ হয়ে থাকাটাই সহজ ছিল। কিন্ত আমরা সেটা করতে চাইনি। আমরা আগ্রাসন ও চেষ্টা নিয়ে মাঠে নেমেছি। খেলোয়াড়দের সামগ্রিক প্রচেষ্টাই ছিল আসল। আমরা জানতাম তেমনটা করতে পারলে আমরা জিতব।’রাহানে যার জায়গায় অধিনায়কত্ব করছেন সেই ভিরাট কোহলিও অভিনন্দন জানান দলকে। মেলবোর্নের জয়কে অসাধারণ উল্লেখ করে কোহলি লিখেছেন, ‘পুরো দলের কাছ থেকে দারুণ খেলা। দলের সবার জন্যই বিশেষ করে জিঙ্কস (আজিঙ্কা রাহানে) যেভাবে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছে সে জন্য আমি খুবই খুশি। এখান থেকে সামনে ও উপরের দিকেই একমাত্র পথ।’ম্যাচ সেরা হওয়ায় নতুন প্রবর্তিত জনি মুলা পদক পেয়েছেন রাহানে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আদিবাসী ক্রিকেটার জনি মুলার নামে নামকরণ করা হয়েছে এই পদকের।রাহানের প্রতিপক্ষ অধিনায়ক টিম পেইনও শুভেচ্ছা জানিয়েছেন ভারতকে। অজি দলপতির মতে যোগ্য দল হিসেবেই এই টেস্ট জিতেছে সফরকারী দল। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় নিজ দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পেইন।‘খুবই হতাশ। আমরা বাজে ক্রিকেট খেলেছি। ভুলে ভরা ক্রিকেট খেলেছি। ভারতকে কৃতিত্ব দিতেই হবে। তারা দারুণ বল করেছে। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম তাদের সেভাবে পারিনি। ব্যাটইং গ্রুপের পারফরম্যান্সে আমি হতাশ। আমরা আরও পরিশ্রম করে ফিরব,’ বলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
বিশ্বাস হারাননি রাহানে
মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে সেই সব সমালোচনার নীরব জবাব দিয়েছে ভারত। অধিনায়ক আজিঙ্কা রাহানে সেই প্রসঙ্গের ধারে কাছে যাননি। ম্যাচ শেষে দলের পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কোহলির জায়গায় অধিনায়কত্ব করা রাহানে।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়া-ভারত
এ বিভাগের আরো খবর/p>