আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ডাক পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। ফিটনেস টেস্টে বাদ পড়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে না পারা নাসির হোসেনের সঙ্গে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলি।
সম্ভবত সেখানে খেলা হবে না এই ছয় জনের বেশির ভাগেরই। ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সময় চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সে কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না-ও পেতে পারেন ক্রিকেটাররা।
সোমবার নিউজবাংলাকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, টি-টেন লিগে সবার খেলার সুযোগ না-ও হতে পারে।
‘নির্বাচক প্যানেলের সঙ্গে আমরা কথা বলেছি। যেটা দেখা যাচ্ছে বেশীরভাগ খেলোয়াড় যারা সুযোগ পেয়েছেন তারা আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথমে যে খেলাগুলো পরিকল্পনা করা আছে তাতে আছেন’, বলেন বিসিবি প্রধান নির্বাহী।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দিন তারিখ চূড়ান্ত হলেও, এখনও ঘোষণা করা হয়নি বাংলাদেশ দল। প্রধান নির্বাহী জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে অনুশীলন ক্যাম্প।
‘৮ থেকে ১০ তারিখের মধ্যে অনুশীলন শুরুর পরিকল্পনা রয়েছে। প্রথম সপ্তাহেই হয়ত কোচেরা চলে আসবেন। তাদের সাথে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। শিগগিরই তারিখটা জেনে যাবেন’, বলেন নিজামউদ্দিন।
প্রথম সপ্তাহেই কোচ চলে এলেও এখনও ব্যাটিং কোচ নিয়োগ দেয়নি বিসিবি। প্রধান নির্বাহী জানালেন, ব্যাটিং কোচের ব্যাপারে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, নতুন কোচের নাম জানা যাবে খুব শিগগিরই।
২০ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডের পর দুই দল মুখোমুখি হবে দুটি টেস্ট ম্যাচে।