মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ব্যাকফুটে আছে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে তারা পিছিয়ে ১৯২ রানে।নিজেদের প্রথম ইনিংসে ২৩৯ রানে অলআউট হয় সফরকারী দল।
এক উইকেটে ৩০ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। ব্ল্যাক ক্যাপ পেইসের সামনে উড়ে যায় তাদের টপ ও মিডল অর্ডার।
৫০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। দিনের শুরুতে আবিদ আলিকে ২৫ রানে বোল্ড করেন কাইল জেমিসন।
তারপর টানা চার ব্যাটসম্যান আউট হন এক অংকের রান করে। মোহাম্মদ আব্বাসকে ৫ রানে ফেরান ট্রেন্ট বোল্ট।
একই স্কোরে টিম সাউদির বলে বিদায় নেন আজহার আলি। সাউদির আউট করেন ৩ রান করা হারিস সোহেলকেও।
৯ রান করে নিল ওয়াগনারের বলে কট বিহাইন্ড হন ফাওয়াদ আলম। ৩০/১ থেকে পাকিস্তান পরিণত হয় ৮০/৬-এ।
সেখান থেকে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। সপ্তম উইকেটে ১০৭ রান যোগ করেন দুই ব্যাটসম্যান।
ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটি পূর্ণ করে ৭১ রানে রানআউট হন রিজওয়ান। অন্যপ্রান্তে টেইল এন্ডারদের নিয়ে একা লড়াই অব্যাহত রাখেন আশরাফ।
নিজের দ্বিতীয় টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেন আশরাফ। প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে ৯১ রানে আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে। পাকিস্তান গুটিয়ে যায় ২৩৯ রানে।
তার আউট হওয়ার সঙ্গে শেষ হয়ে যায় দিনের খেলা। নিউজিল্যান্ডের পক্ষে জেমিসন ৩টি, সাউদি, বোল্ট ও ওয়াগনার ২টি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে ৪৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।