বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল লাল-সবুজ জার্সিতে দিয়েছেন অনেক কঠিন পরীক্ষা। উৎরেছেন অনেক কঠিন চ্যালেঞ্জে। বিপর্যয় থেকে রক্ষা করে দলকে অসংখ্যবার পাইয়ে দিয়েছেন জয়।
এবারে দেশসেরা এই ব্যাটসম্যান মুখোমুখি হলেন অন্যরকম এক চ্যালেঞ্জের। টাইগার ওপেনার অভিনব এক ‘টাগ অফ ওয়ার’ খেললেন আসল বাঘের সঙ্গে।
ব্যস্ত ক্রিকেট সূচি শেষে তামিম ছুটিতে আছেন দুবাইয়ে। সেখানে বিখ্যাত পশু খামার ‘ফেইম পার্ক’ এ ঘুরতে গিয়েছিলেন এই বাঁ-হাতি। আর সেখানেই পড়লেন নতুন এক চ্যালেঞ্জের সামনে।
আসল বাঘের সঙ্গে দড়ি টানাটানি করেছেন তামিম। সেই ভিডিও পোস্টও করেছেন নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে।
ভিডিওতে দেখা যায় তামিম ও তার এক সঙ্গী বাঘের সঙ্গে দড়ি টানাটানি করছেন। খুব একটা সুবিধা করতে পারেননি তামিম। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যথেষ্ট শক্তিশালী নয়’।
বাঘের সঙ্গে পেরে না উঠলেও, শিগগিরই ক্রিকেট মাঠে তামিমকে দিতে হবে শক্তি পরীক্ষা। জানুয়ারিতে সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ।ছুটি শেষে এই সপ্তাহেই দেশে ফিরছেন তামিম। এরপর দলের সঙ্গে যোগ দেবেন অনুশীলন ক্যাম্পে।