বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এলগার-ডু প্লেসির ব্যাটে এগিয়ে সাউথ আফ্রিকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২২:০১

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা ৩৯৬, ৯৬ ওভার (চান্দিমাল ৮৫, ধনঞ্জয় ৭৯, সিপামলা ৪/৭৬, মালডার ৩/৬৯); সাউথ আফ্রিকা ৩১৭/৪, ৭২ ওভার (এলগার ৯৫, মার্করাম ৬৮, শানাকা ১/৫৬, ফার্নান্দো ১/৫৯)

সেঞ্চুরিয়নে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট অক্ষত রেখে ৭৯ রানে পিছিয়ে দিন শেষ করেছে সাউথ আফ্রিকা।

শ্রীলংকা ৩৯৬ রানে গুটিয়ে যাওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে চার উইকেটে ৩১৯ রান তোলে প্রোটিয়ারা। ক্রিজে অপরাজিত আছেন ফাফ ডু প্লেসি ও টেম্বা বাভুমা।

৩৪০ রানে প্রথম দিন শেষ করার পর দ্বিতীয় দিনে আর মাত্র ৫৬ রান যোগ করতে পারে শ্রীলংকা। নিজের পরপর দুই ওভারে তিন উইকেট শিকার করে শ্রীলংকার লেজ ছেঁটে দেন লুথো সিপামলা।

জবাবে এইডেন মার্করাম ও ডিন এলগারের ব্যাটে দারুণ শুরু পায় সাউথ আফ্রিকা। ১৪১ রানের ওপেনিং জুটিতে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার।

৬৮ রানে মার্করাম ফিরে গেলেও রুসি ভ্যান ডুসেনকে নিয়ে নিজের শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন এলগার। কিন্তু বাধ সাধেন দাসুন শানাকা। ফিরতি ক্যাচ নিয়ে ৯৫ রানে ফিরিয়ে দেন এলগারকে।

এর আগেই অন্য প্রান্তে লাহিরু কুমারার বলে বিদায় নেন ভ্যান ডুসেন। অধিনায়ক কুইন্টন ডি কককেও দ্রুত হারিয়ে ফেললে, ধসের শঙ্কায় ছিল সাউথ আফ্রিকা।

সেখান থেকে তাদের ফিরিয়ে আনেন ডু প্লেসি ও বাভুমা। তাদের অপরাজিত ৯৭ রানের জুটিতে সাউথ আফ্রিকা দিন শেষ করে আর কোন উইকেট না হারিয়েই।

নিজের ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে অপরাজিত থাকেন ডু প্লেসি। অন্য প্রান্তে ৪১ রানে অপরাজিত থাকেন বাভুমা।

শ্রীলংকার হয়ে একটি করে উইকেট শিকার করেন কুমারা, শানাকা, বিশ্ব ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এ বিভাগের আরো খবর