বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাহানের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল ভারত

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৩:২৯

অস্ট্রেলিয়ার চেয়ে তারা এগিয়ে ৮২ রানে। দিন শেষে তাদের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ২৭৭। ১০৪ রানে অপরাজিত রাহানে। তার সঙ্গী রভিন্দ্র জাদেজা খেলছিলেন ৪০ রানে।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন সুবিধাজনক অবস্থায় আছে ভারত। অধিনায়ক আজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার চেয়ে তারা এগিয়ে ৮২ রানে। দিন শেষে তাদের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ২৭৭। ১০৪ রানে অপরাজিত রাহানে। তার সঙ্গী রভিন্দ্র জাদেজা খেলছিলেন ৪০ রানে।

১ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করে প্রথম সেশনেই আগের দুই দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা ও শুভমান গিলের উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া।

অভিষেক হওয়া গিল ৪৫ রানে কট বিহাইন্ড হন প্যাট কামিন্সের বলে। পুজারাকেও ১৭ রানে ফেরান কামিন্স।

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দুই উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে রাহানের সঙ্গে ৫২ রানের জুটি গড়া হনুমা ভিহারি আউট হন লাঞ্চ বিরতির পরপর।

২১ রান করে নেইথান লায়নের বলে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়েন তিনি। এরপর রিশাভ পান্টের সঙ্গে ৫৭ রান যোগ করেন রাহানে।

২৯ রানে মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হন পান্ট। এই ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ৩৩ ইনিংসে ১৫০ ডিসমিসালের রেকর্ড গড়েন টিম পেইন। আর পান্টের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান স্টার্ক।

দিনে অস্ট্রেলিয়ার সাফল্য ওই পর্যন্তই। ষষ্ঠ উইকেটে জাদেজাকে নিয়ে বাকি সময় পার করে দেন রাহানে। দুই জনে যোগ করেন ১০৪ রান।

তুলে নেন নিজের ১২তম টেস্ট সেঞ্চুরি। ১৯৫ বলে করা শত রানে ১১টি চার মারেন তিনি। এতে করে মোহাম্মদ আজহারউদ্দিন, শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির ও ভিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন রাহানে।আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৯৯ সালে টেন্ডুলকারের পর এটাই প্রথম কোনো ভারতীয় অধিনায়কের সেঞ্চুরি।২০০ বলে করা ১০৪* রানের ইনিংসে দুইবার জীবন পান রাহানে। ৭৪ রানে তার ক্যাচ ছাড়েন স্টিভেন স্মিথ। আর ১০৪ রানে আরও একবার জীবন দেন ট্র্যাভিস হেড।

আলোক স্বল্পতায় ১০ ওভার কম হয়েছে দিনের খেলা। দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ ১৯৫ এর চেয়ে ৮২ রানে এগিয়ে গেছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও কামিন্স দুটি করে উইকেট নেন।

এ বিভাগের আরো খবর