সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে আছে শ্রীলংকা। ছয় উইকেটে ৩৪০ রানে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।
দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভার জোড়া ফিফটিতে এই সংগ্রহ গড়ে শ্রীলংকা। সাউথ আফ্রিকার হয়ে তিনটি উইকেট শিকার করেন উইয়ান মালডার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো অবস্থানে ছিল না শ্রীলংকা। দ্রুত রান তুললেও প্রথম ঘন্টাতে তারা হারিয়ে ফেলে অধিনায়ক দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের উইকেট।সেখান থেকে তাদের উদ্ধার করেন চান্দিমাল ও ধনঞ্জয়।
দুজনের ১৩১ রানের জুটিতে শক্ত অবস্থানের দিকে যায় শ্রীলংকা। কিন্তু হানা দেয় চোট। ব্যক্তিগত ৭৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় ধনঞ্জয়কে।
সেখান থেকে নিরোশান ডিকওয়েলার সঙ্গে ৯৯ রানের জুটিতে শ্রীলংকাকে ধনঞ্জয়ের অভাব বুঝতে দেননি চান্দিমাল। তিনি আউট হওয়ার পাঁচ ওভারের ভেতর ডিকওয়েলা বিদায় নিলে বিপদের গন্ধ পায় শ্রীলংকা।
দিনশেষে বিপদ আর বাড়েনি তাদের। দাসুন শানাকা ও কাসুন রাজিথা অপরাজিত থেকে শক্তিশালী অবস্থানে শ্রীলংকার প্রথম দিন শেষ করার বিষয়টি নিশ্চিত করেন।
মালডারের তিন উইকেটের পাশাপাশি সাউথ আফ্রিকার হয়ে একটি করে উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা ও আনরিখ নরটিয়া।