বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেলবোর্নে ‘প্রফেসরকে’ বিশেষ সম্মান

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ১৩:২৯

বিরতির সময় জোনসের ব্যবহৃত ব্যাগি গ্রিন ক্যাপ, কুকাবুরা ক্রিকেট ব্যাট ও সানগ্লাস এমসিজির উইকেটে রেখে দেন তার দুই মেয়ে অগাস্টা ও ফিবি জোনস এবং তার স্ত্রী জেইন জোনস।

প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোনসকে বিশেষ সম্মান জানিয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের চা-বিরতির সময় বিশেষ এই সম্মান জানান তার দুই মেয়ে ও স্ত্রী এবং তার প্রথম অধিনায়ক অ্যালান বোর্ডার।

বিরতির সময় জোনসের ব্যবহৃত ব্যাগি গ্রিন ক্যাপ, কুকাবুরা ক্রিকেট ব্যাট ও সানগ্লাস এমসিজির উইকেটে রেখে দেন তার দুই মেয়ে অগাস্টা ও ফিবি জোনস এবং তার স্ত্রী জেইন জোনস। সঙ্গে ছিলেন বোর্ডার।স্টেডিয়ামে উপস্থিত প্রায় ২৭ হাজার দর্শক এ সময় করতালি দিয়ে সম্মান জানায় জোনস ও তার পরিবারকে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় ডিন জোনসের ছবি।

বিরতির শেষে দুই দলের দুই দ্বাদশ খেলোয়াড় কেএল রাহুল এবং জেমস প্যাটিনসন জোনসের ক্যাপ, ব্যাট ও গ্লাস উইকেট থেকে তুলে গ্যালারির একটি সিটে রেখে দেন।

২৪ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে হার্ট অ্যাটাকে মারা যান জোন্স। ৫৯ বছর বয়স্ক এই অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

অস্ট্রেলিয়ার ১৯৮৭ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন জোনস। ওয়ানডে ক্রিকেটে আক্রমনাত্মক ব্যাটিং করে নিজেকে ফরম্যাটটির অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন ১৬৪ ওয়ানডে খেলা এই ডানহাতি।

ওডিআইতে জোনস ৬,০৬৮ বেশি রান করেছেন ৪৪.৬১ গড়ে। টেস্টে ৫২ টেস্টে ৪৬.৫৫ গড়ে রান করেছেন ৩,৩৬১। ১৯৮৪ সালের জানুয়ারিতে অভিষেকের পর, ১৯৯৪ সালে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপান তিনি।

১৯৯৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্যারিয়ার গড়েন ক্রিকেট ধারাভাষ্যে। নিঁখুত বিশ্লেষণ, ও বুদ্ধিদীপ্ত মন্তব্যের জন্য ‘প্রফেসর ডিনো’ উপাধি পাওয়া জোনস ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সহ বিশ্বের সবগুলো টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশে।

এ বিভাগের আরো খবর