বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিক্সার্সের জয়ে শুরু শেরপুর টি-টোয়েন্টি

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ১৯:০৬

সংক্ষিপ্ত স্কোর : এসএসএ সিক্সার্স ১১৩ (আরাফ ৩৫, ইমান ২৪, কনক ২/১৫, আকরাম ২/১৫) এসএসএ থান্ডার্স-৮৯, ১৭.২ ওভার (নাজমুল ১৪, জাকির ১২, কনক ১১, রিজন ৪/১৩, আরাফ ২/১৬)। সিক্সার্স ২৪ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ: আরাফ (সিক্সার্স)।

শেরপুরে শুরু হয়েছে চার দলের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। শেরপুর স্পোর্টস একাডেমি 'প্রিমিয়ার লিগ সিজন ওয়ান নামে' এই টুর্নামেন্ট আয়োজন করেছে।

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় এসএসএ সিক্সার্স ২৪ রানে এসএসএ থান্ডার্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে।

টস জিতে প্রথমে ব্যাট করে সিক্সার্স ২০ ওভারে ১১৩ রান করে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার আরাফ ৩৫ ও ইমান ২৪ রান করেন। থান্ডার্সের পক্ষে বোলার কনক ও আকরাম দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে থান্ডার্স ১৭.২ ওভারে ৮৯ রানে অলআউট হলে ২৪ রানের জয় পায় সিক্সার্স। সিক্সার্সের বোলার রিজন ১৩ রানে ৪টি এবং আরাফ ১১ রানে দুটি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হন সিক্সার্সের আরাফ।

এ বিভাগের আরো খবর