শেরপুরে শুরু হয়েছে চার দলের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। শেরপুর স্পোর্টস একাডেমি 'প্রিমিয়ার লিগ সিজন ওয়ান নামে' এই টুর্নামেন্ট আয়োজন করেছে।
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় এসএসএ সিক্সার্স ২৪ রানে এসএসএ থান্ডার্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে।
টস জিতে প্রথমে ব্যাট করে সিক্সার্স ২০ ওভারে ১১৩ রান করে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার আরাফ ৩৫ ও ইমান ২৪ রান করেন। থান্ডার্সের পক্ষে বোলার কনক ও আকরাম দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে থান্ডার্স ১৭.২ ওভারে ৮৯ রানে অলআউট হলে ২৪ রানের জয় পায় সিক্সার্স। সিক্সার্সের বোলার রিজন ১৩ রানে ৪টি এবং আরাফ ১১ রানে দুটি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হন সিক্সার্সের আরাফ।