বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াইটওয়াশ হতে পারে ভারত, বললেন পন্টিং

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ডিসেম্বর, ২০২০ ১৪:১৩

এমন হারের পর সিরিজের বাকি তিন ম্যাচে তারা পাচ্ছে না অধিনায়ক ভিরাট কোহলিকে। একারণেই সিরিজে ফিরে আসাটা ভারতের জন্য মুশকিল হবে অভিমত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউট হয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ইনিংসের লজ্জায় পড়ে ভারত। টেস্ট হারে ৮ উইকেটে।এমন হারের পর সিরিজের বাকি তিন ম্যাচে তারা পাচ্ছে না অধিনায়ক ভিরাট কোহলিকে। একারণেই সিরিজে ফিরে আসাটা তাদের জন্য মুশকিল হবে অভিমত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।সফরকারী দলের ৪-০তে সিরিজ হারার সম্ভাবনাও দেখছেন তিনি। সিরিজের প্রথম টেস্টের প্রথম দুই দিন নিয়ন্ত্রণ করে শেষ দিনে এক সেশন এতোটা বাজে খেলায় অন্যদের মতো কিছুটা হতাশ পন্টিং।নিজের প্রথম সন্তানের জন্ম উপলক্ষে অ্যাডেলেইড টেস্টের পরই ছুটি নিয়ে দেশে ফিরেছেন কোহলি। এমন পারফরম্যানসের পর অধিনায়ক ও সেরা ব্যাটসম্যানকে ছাড়া ভারতের ঘুরে দাঁড়ানো মুশকিল হবে মন্তব্য করে পন্টিং বলেন, ‘তাদেরকে (কোহলি ছাড়া) টেনে তোলার আর কেউ-ই নেই। ভারতের কয়েকটি পরিবর্তন আনতেই হবে। মিডল অর্ডারে রিশাভ পান্টের থাকা উচিত। কোহলি না থাকায় তাদের ব্যাটিং শক্তি বাড়াতে হবে। যে কারণেই পান্টকে দলে আসতে হবে।’ভারতকে মানসিক ভাবে ধসিয়ে দেয়া অস্ট্রেলিয়ার চাইবে সিরিজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে এই ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘দলে পরির্তন করা এক বিষয় আর দলকে চাঙ্গা করে তোলা সম্পূর্ণ আরেক বিষয়। তাদের মানসিকভাবে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আর অস্ট্রেলিয়া কোনো ছাড় দিবে না।’

অস্ট্রেলিয়া সিরিজ জিততে ফেভারিট বলার পাশাপাশি হোয়াইট ওয়াশের শঙ্কাও উড়িয়ে দেননি পন্টিং। তিনি বলেন, ‘(হোয়াইটওয়াশের) ভাল সম্ভাবনা আছে। আশা করি মেলবোর্ন টেস্টে ফল আসব। তেমনটি হলে সিরিজে ফেরা বা কোনো ম্যাচ জেতা ভারতের জন্য কঠিন হবে।’

২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট।

এ বিভাগের আরো খবর