বোলারদের নৈপূণ্যে অ্যাডেলেইড টেস্টের দ্বিতীয় দিনই চালকের আসনে বসে গেছে ভারত। নিজেরা ২৪৪ অলআউট হওয়ার পর, অস্ট্রেলিয়াকে ১৯১ রানে গুটিয়ে দেয় ভিরাট কোহলির দল।
দ্বিতীয়বার ব্যাট করতে নেমে পৃথভি শর উইকেট হারিয়ে ৯ রানে দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন শ। চার রানে তাকে বোল্ড করেন প্যাট কামিন্স। মায়াংক আগারওয়াল ৫ রানে ও নাইট ওয়াচম্যান জাসপ্রিত বুমরাহ শূন্য রানে অপরাজিত আছেন।
ডে-নাইট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন উইকেট পড়েছে মোট ১৫টি। সকালের সেশনের শুরুতে ভারতের বাকি চার উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। তারপর নিজেরা ব্যাট হাতে বিপর্যয়ে পড়ে। ভারতীয় পেসারদের সুইং ও বাউন্স সামলাতে হিমশিম খান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
দুই ওপেনার জো বার্নস ও ম্যাথিউ ওয়েডকে ফেরান বুমরাহ। দুই জনের ব্যাট থেকেই আসে ৮ রান করে।
এরপর, টানা তিন উইকেট নিয়ে অজিদের ব্যাকফুটে ঠেলে দেন রভিচন্দ্রন আশউইন। একে কে ফেরান ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনকে।
কিছুটা প্রতিরোধ গড়া মারনাস ল্যাবুশেইনকে ৪৭ রানে ফেরান উমেশ ইয়াদভ। ১১১ রানে ছয় উইকেট হারিয়ে দেড়শর কমে অলআউট হওয়ার সম্ভাবনা জাগে স্বাগতিক দলের সামনে।
তেমনটি হয়নি টিম পেইনের কল্যানে। অন্য প্রান্তে উইকেট হারাতে থাকলেও, একা লড়াই চালিয়ে যান অস্ট্রেলিয়ান অধিনায়ক।
৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে দলের বিপর্যয় ঠেকাতে পারেননি। ১৯১ রানে অজিদের গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে, ৫৩ রানের লিড নেয় ভারত। আশউইন ৫৫ রানে ৪টি ও ইয়াদাভ ৪০ রানে ৩ উইকেট নেন।
এর আগে, দ্বিতীয় দিন সকালে মাত্র ৪.১ ওভার টিকতে পারে ভারত। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের তোপে ভারতের ‘কাগজে কলমে বিশ্বসেরা’ ব্যাটিং লাইনআপ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৪ রানে।
ছয় উইকেটে ২৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। তাদের চার উইকেট তুলে নিতে স্বাগতিকদের খরচ করতে হয় মাত্র ২৪ বল।
দিনের তৃতীয় বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ও উইকেট কিপার টিম পেইনের কাছে ক্যাচ দেন আশউইন। আগের দিনের ১৫ রানের সঙ্গে তাকে আর যোগ করতে দেননি কামিন্স।
আরেক ওভারনাইট ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা আউট হন পরের ওভারেই। মিচেল স্টার্কের বলে পেইনের হাতে তিনি ধরা পড়েন ৯ রানে।
৬ রান করা উমেশ ইয়াদাভকে আউট করে ইনিংসে নিজের চতুর্থ উইকেট তুলে নেন স্টার্ক। আর শূন্য রানে মোহাম্মদ শামিকে ফিরিয়ে ভারতের ইনিংস মুড়ে দেন কামিন্স।
প্রথম দিন কোহলির দৃঢ়তায় দুইশ ছাড়ায় ভারতের স্কোর। অধিনায়ক ছাড়া আর কেউই ভারতের হয়ে ফিফটির দেখা পাননি।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ রানে চার উইকেট নেন স্টার্ক। কামিন্স তিন উইকেট নেন ৪৮ রান খরচায়।