বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৪

সফরকারী দলের করা নয় উইকেটে ১৫৩ রানের স্কোরকে সাত বল আগেই টপকে যায় ব্ল্যাক ক্যাপস। অভিষেক টি-টোয়েন্টিতে ৩৩ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডাফি।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সফরকারী দলের করা নয় উইকেটে ১৫৩ রানের স্কোরকে সাত বল আগেই টপকে যায় ব্ল্যাক ক্যাপস।

অকল্যান্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর আজমের বদলে অধিনায়কত্ব করা শাদাব খান। ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

অভিষিক্ত পেসার জেইকব ডাফির বোলিং তোপে পাওয়ার প্লে-তেই চার উইকেট হারায় তারা। নবম ওভারে ৫ উইকেটে হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

সেখান থেকে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন শাদাব খান। অধিনায়ক ৩২ বলে ৪২ এবং ফাহিম আশরাফের ১৮ বলে ৩১ রানের দুটি ইনিংসে দেড়শ ছাড়ায় পাকিস্তানের সংগ্রহ।

নির্ধারিত ওভারে নয় উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে তারা।

মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল না নিউজিল্যান্ডও। চার ওভারের মধ্যে ওপেনার মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় পাকিস্তান।

তবে, উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফির্টের কাউন্টার অ্যাটাকে টিকে থাকে স্বাগতিক দল। তার ৪৩ বলের ৫৭ রানের ঝড়ো ইনিংস দলকে জয়ের পথে রাখে। এটি ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।

সেইফির্টকে যোগ্য সহায়তা দেন মার্ক চ্যাপম্যান ও গ্লেন ফিলিপস। চ্যাপম্যান করেন ৩৪ আর ফিলিপসের ব্যাট থেকে আসে ২৩। এই দুইজনের বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন মিচেল স্যান্টনার ও জেমস নিশ্যাম।

১৮ ও ১৯তম ওভারে ২১ রান নিয়ে ম্যাচ শেষ করে দেন দুইজন। স্যান্টনার ১২ ও নিশ্যাম ১৫ রানে অপরাজিত থাকেন।

অভিষেক টি-টোয়েন্টিতে ৩৩ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডাফি।

হ্যামিলটনে রোববার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

এ বিভাগের আরো খবর