অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের সামনে পাত্তাই পেলেন না ভারতের ব্যাটসম্যানরা। অ্যাডেলেইড টেস্টের দ্বিতীয় দিন মাত্র ৪.১ ওভার টিকতে পেরেছে সফরকারী দল। অজি ফাস্ট বোলারদের তোপে ভারতের ‘কাগজে কলমে বিশ্বসেরা’ ব্যাটিং লাইনআপ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪৪ রানে।
ছয় উইকেটে ২৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। তাদের চার উইকেট তুলে নিতে স্বাগতিকদের খরচ করতে হয় মাত্র ২৪ বল।
দিনের তৃতীয় বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ও উইকেট কিপার টিম পেইনের কাছে ক্যাচ দেন রভিচন্দ্রন আশউইন। আগের দিনের ১৫ রানের সঙ্গে তাকে আর যোগ করতে দেননি প্যাট কামিন্স।
আরেক ওভারনাইট ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা আউট হন পরের ওভারেই। মিচেল স্টার্কের বলে পেইনের হাতে তিনি ধরা পড়েন ৯ রানে।
৬ রান করা উমেশ ইয়াদাভকে আউট করে ইনিংসে নিজের চতুর্থ উইকেট তুলে নেন স্টার্ক। আর শূন্য রানে মোহাম্মদ শামিকে ফিরিয়ে ভারতের ইনিংস মুড়ে দেন কামিন্স।
প্রথম দিন ভিরাট কোহলির দৃঢ়তায় দুইশ ছাড়ায় ভারতের স্কোর। অধিনায়ক ছাড়া আর কেউই ভারতের হয়ে ফিফটির দেখা পাননি।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ রানে চার উইকেট নেন স্টার্ক। কামিন্স তিন উইকেট নেন ৪৮ রান খরচায়।