অ্যাডেলেইডে সিরিজের প্রথম টেস্টের শেষ বেলাটাই পালটে দিল চিত্রপট। দিনের শেষ সেশনে ১৬ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেছে ভারত। অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের মুখে অসহায় সফরকারী দল দিন শেষে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৩৩।
টস জিতে গোলাপি বলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। মায়াঙ্ক আগারওয়াল ও পৃথভি শ ওপেন করেন ইনিংস। অস্ট্রেলিয়ার নতুন বল হাতে ছিলেন মিচেল স্টার্ক। ইনিংসের দ্বিতীয় বলেই পৃথভিকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান এই বাঁহাতি ফাস্ট বোলার। অস্ট্রেলিয়া পায় দারুণ শুরু। ইনিংসে শুরুতেই স্টার্কের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই মায়াঙ্ক আগারওয়ালকে বোল্ড করেন প্যাট কামিন্স। ৩২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অতিথিরা। চেতেশ্বর পুজারা ও কোহলির ৬৮ রানের জুটি অস্ট্রেলিয়ার ঝড়কে কিছুটা প্রতিহত করতে না করতেই আরেকটি আঘাত চলে আসে।
এবার স্পিনার নেইথান লায়নের বলে মারনাস ল্যাবুনশেনের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফেরেন পুজারা। নতুন নামা আজিঙ্কা রাহানেকে নিয়ে কোহলি ৮৪ রানের জুটি উপহার দিলে কিছুটা স্বস্তি ফেরে ভারত শিবিরে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাধা ক্রিজে সেট হয়ে যাওয়া কোহলি বিদায় নেন রান আউট হয়ে।
নিজের ২২তম ফিফটি পূর্ণ করে ৭২ রানে ফেরেন ভারতীয় অধিনায়ক। তার বিদায়ের পর ছন্নছাড়া হয়ে পড়ে ভারত। ৪২ রান করে স্টার্কের বলে বিদায় নেন রাহানে।একইভাবে এলবিডাব্লিউ হয়ে জশ হেইজলউডের শিকার হন হানুমা ভিহারি।
ঋদ্ধিমান সাহা ও রভিচন্দ্রন আশউইন অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন।