বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় আমিরের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৬:১১

ম্যানেজমেন্টের উদাসীনতা স্পট ফিক্সিংয়ের কাণ্ডের চেয়ে বেশি মানসিক যন্ত্রণা দিচ্ছে জানিয়ে আমির বলেন, ‘২০১০-২০১৫ পর্যন্ত অনেক যন্ত্রণা সহ্য করেছি৷ আমি খেলা থেকে দূরে ছিলাম৷ নিজের ভুলের শাস্তিও ভোগ করেছি৷ কিন্তু এই মানসিক যন্ত্রণা আর নিতে পাচ্ছি না আর৷’

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। সেই বেদনায় আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন তারকা এই বোলার।

আমির বলছেন, পাকিস্তান দলের ম্যানেজমেন্টের অধীনে খেলা সম্ভব না তার। মানসিক যন্ত্রণা আর নিতে পারছেন না তিনি।

পাকিস্তানের সাংবাদিক শোয়েব ভাটকে দেয়া এক সাক্ষাতকারে অবসরের কথা জানান ২৮ বছর বয়সী ক্রিকেটার।

আমির বলেন, ‘আমি ক্রিকেট থেকে দূরে যাচ্ছি না৷ কিন্তু এখানকার পরিবেশটা ঠিক নেই৷ যেভাবে আমাকে সাইডলাইন করা হচ্ছে তাতে করে আমি বুঝতে পারছি, এটাই আমার সিদ্ধান্ত নেয়ার সময়৷’

সম্প্রতি নিউ জিল্যান্ড সিরিজ সামনে রেখে ৩৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখানে জায়গা হয়নি সম্প্রতি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা আমিরের।

পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর ভরসা হারিয়ে ফেলা আমির বলেন, ‘৩৫ জনের স্কোয়াডেও আমার জায়গা হল না৷ মনে হয় না, এই ম্যানেজমেন্টের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব৷’

স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ফিরেই পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমির।

ম্যানেজমেন্টের উদাসীনতা স্পট ফিক্সিংয়ের কাণ্ডের চেয়ে বেশি মানসিক যন্ত্রণা দিচ্ছে জানিয়ে আমির বলেন, ‘২০১০-২০১৫ পর্যন্ত অনেক যন্ত্রণা সহ্য করেছি৷ আমি খেলা থেকে দূরে ছিলাম৷ নিজের ভুলের শাস্তিও ভোগ করেছি৷ কিন্তু এই মানসিক যন্ত্রণা আর নিতে পাচ্ছি না আর৷’

দল থেকে বাদ পড়ার পর সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিয়ে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে ১১ উইকেট নেন আমির। তার দল রানার্স আপ হয় টুর্নামেন্টে।

গত বছর জুনে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।

দেশের জার্সিতে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আড়াই শ’র বেশি উইকেট নিয়েছেন এই পেসার।

এ বিভাগের আরো খবর