বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই দিনে ২ প্রিয়জন হারালেন সাকিব

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৭

বুধবার মৃত্যু হয় সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিনের। দুই দিন আগে হারিয়েছেন ফুফা ওমর আলীকে।

শ্বশুর মমতাজ উদ্দিন সরকারের শারীরিক অসুস্থতার খবরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ছেড়ে যুক্তরাষ্ট্রের পথ ধরেছিলেন সাকিব আল হাসান। যাত্রা পথেই প্রয়াণের খবর পেলেন। দুই দিন আগে তার ফুফা ওমর আলীও চলে যান না ফেরার দেশে।

মাত্র দুই দিনের মাথায় দুই প্রিয়জন হারিয়েছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ উদ্দিন। অনেকদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে জরুরিভিত্তিতে বুধবার বিমানে ওঠেন সাকিব। কিন্তু শ্বশুরকে জীবিত আর দেখা হয়ে ওঠেনি তার।

প্রয়াত মমতাজ উদ্দিনের (৭২) বাড়ি নরসিংদীতে। তার মরদেহ দেশে আনা হবে কি না তা এখনও নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত সোমবার ফুফা ওমর আলীকে (৬৬) হারান সাকিব। মাগুরায় মরদেহের দাফন করা হয়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব। পুরো টুর্নামেন্টে তেমন পারফর্ম করতে পারেননি তিনি। এর মাঝেই দুই প্রিয়জন হারালেন দেশসেরা অলরাউন্ডার।

এ বিভাগের আরো খবর