দেশের প্রতিটি নাগরিকের মতো মহান বিজয় দিবস উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের তারকারা। করোনার সময়ে তারা নিজেদের শ্রদ্ধান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডেন অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা বিজয় দিবস উপলক্ষে নিজের ফেইসবুকে জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করেছেন। এই পতাকাকে নিজের অস্তিত্ব ও অনুভূতি উল্লেখ করে মাশরাফি লিখেছেন, “আমি মরেও বারবার চাইবে এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি। ৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। ‘যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা’। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।”
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও শ্রদ্ধা জানান ফেইসবুকে। শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে থাকা এই তারকা লিখেছেন, ‘বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
বিজয় দিবস না আসলে মাঠে ক্রিকেটের বিজয়ও উদযাপন করা সম্ভব হতো না, এমনটা অভিমত মুশফিকুর রহিমের। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের অন্যতম এবং সাবেক অধিনায়ক ফেইসবুকে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেয়ার সময় গর্ব বোধ করি কারণ আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা উড়াতে পারি। বলতে পারি আমি গর্বিত বাংলাদেশি। মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।’
লাল সবুজের মধ্যে জাতীয় স্মৃতিসৌধের ছবি দিয়ে তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে জেমকন খুলনার টিম বাসে ছবি তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যান ফেইসবুকে তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’