মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। সেখানে ঢাকাকে মাত্র ১১৬ রানে আটকে দিয়েছে চট্টগ্রাম।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। গড়তে পারেনি বড় কোন জুটি।
নিয়মিত উইকেট তুলে নিয়ে চট্টগ্রামের বোলাররা তাদের আটকে ফেলেন ১১৬ রানের মামুলি সংগ্রহে। ঢাকার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রামের হয়ে তিন উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।
সাব্বির রহমানের সঙ্গে ঢাকার হয়ে ওপেন করতে নামেন মুক্তার আলি। তবে বেশিক্ষণ টেকেননি দুজনের কেউই। চতুর্থ ওভারের মধ্যেই ফিরে যান দুজনই।
নাইম শেখ ও মুশফিকের ৩১ রানের জুটি ঢাকার ইনিংসের সর্বোচ্চ। চতুর্থ উইকেট হিসেবে মুশফিকের বিদায়ের পর ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায় যাওয়া-আসার মিছিল।
৭৫/৪ থেকে ঢাকা তাই গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। মুশফিকের ২৫ এর পাশাপাশি ২৫ করেন আল-আমিন জুনিয়র।
মুস্তাফিজের তিন উইকেটের পাশাপাশি দুটি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট পান নাহিদুল ইসলাম, রকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার।