বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিব খেলতে চেয়েছিলেন এক বা চার দিনের ম্যাচ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১৮:০৭

নিষেধাজ্ঞার সময়ে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ ছিল না সাকিবের। তাই সাকিব নিজের স্বাভাবিক পারফরমেন্স কর‍তে পারছেন না বলে মনে করেন খুলনা কোচ মিজানুর রহমান বাবুল।

নিষেধাজ্ঞা শেষে সাকিব আল হাসান ফিরেছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়ে। সেখানে তিনি খেলেন জেমকন খুলনা দলে।

কিন্তু টুর্নামেন্টে সাকিব থেকে যে প্রত্যাশা, তা পূরণ করতে পারেননি এই অলরাউন্ডার। ব্যাট হাতে নয় ম্যাচে করেছেন মাত্র ১১০। বিশের ঘরে পৌছেছেন মাত্র একবার। তাও শেষ ম্যাচে এসে।

বল হাতে বেশ ভালো ছন্দে দেখা গেছে সাকিবকে। নয় ম্যাচে ছয় উইকেট নিলেও ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ছয়।

নিষেধাজ্ঞার পর সাকিব চেয়েছিলেন ওয়ানডে কিংবা চার দিনের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে। সাকিবের দল খুলনার কোচ মিজানুর রহমান বাবুলকে সাকিব জানিয়েছিলেন তার ইচ্ছার কথা।

"সে বলছিল 'যদি আমি একটা চার দিনের বা ওয়ানডে ম্যাচ খেলতে পারতাম তাহলে আমি আমার ছন্দে আবার ফিরে আসতে পারতাম।' এসেই টি-টোয়েন্টি ম্যাচ, তাই কিছুটা সময় তার লাগছিল তার টোনে ফিরে আসতে", বলেন বাবুল।

নিষেধাজ্ঞার সময়ে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ ছিল না সাকিবের। তাই সাকিব নিজের স্বাভাবিক পারফরমেন্স কর‍তে পারেননি বলে মনে করেন এই কোচ।

‘সাকিব অনেকদিন পর খেলতে এসেছে। ম্যাচ খেলা আর প্র্যাকটিস আলাদা। তাও ওভাবে সে প্র্যাকটিস করেনি। শ্রীলঙ্কা সিরিজের আগে বিকেএসপিতে এসে প্র্যাকটিস করেছে। ওভাবে প্রস্তুতিটা হয়ত সাকিবের ছিল না। এবং ম্যাচ প্রিপারেশন আলাদা একটা ব্যাপার। তো সাকিব ঐ ছন্দে না থাকার কারণে হয়তো সে তার ন্যাচারাল ফর্মে ফিরে আসতে পারেনি’, বলেন বাবুল।

দল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠলেও সেই ফাইনাল খেলবেন না সাকিব। শ্বশুর অসুস্থ থাকায় সাকিব মঙ্গলবার ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।

এ বিভাগের আরো খবর