সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় শাস্তি পেতে হল মুশফিকুর রহিমকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সতর্ক করে দেয়ার পাশপাশি বেক্সিমকো ঢাকার অধিনায়কের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নিয়েছে।
বিসিবি এক বিবৃতিতে জানায় ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়ার পাশাপাশি তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। চার ডিমেরিট পয়েন্ট যোগ হলে তাকে বিসিবি এক ম্যাচ নিষিদ্ধ করতে পারে।
ম্যাচ রেফারির রকিবুল হাসানের কাছে মুশফিকুর এই শাস্তি মেনে নেন।
এর আগে, সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দুইবার সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে যান ঢাকার অধিনায়ক মুশফিক।
তবে, মঙ্গলবার সকালে নিজের অফিসিয়াল ফেজবুক পেইজে নাসুমের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ওই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশও করেন দেশসেরা এই ক্রিকেটার। সেই সাথে এই প্রতিশ্রুতি দেন যে এমন আচরণ আর করবেন না।