বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা ও চট্টগ্রামের সামনে শেষ সুযোগ

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১১:৪০

এলিমিনেটরে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পায় মুশফিকুর রহিমের ঢাকা। আর প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনার কাছে হেরেছে গ্রুপ পর্বে শীর্ষে থাকা চট্টগ্রাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে বিকেল সাড়ে ৪টায়।এলিমিনেটরে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পায় মুশফিকুর রহিমের ঢাকা। আর প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনার কাছে হেরেছে গ্রুপ পর্বে শীর্ষে থাকা চট্টগ্রাম। দুই দলই পাচ্ছে শিরোপা জেতার জন্য ফাইনালে ওঠার শেষ সুযোগ।টানা তিন জয়ের পর প্লে-অফ নিশ্চিত হয় ঢাকার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালের কাছে দুই রানে হেরে এলিমিনেটনের খেলতে আসে তারা। সেখানে একই দলকে ৯ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় ঢাকা।ঢাকার হয়ে ব্যাট হাতে রানে আছেন অধিনায়ক মুশফিক ও ইয়াসির আলী। শেষ ম্যাচে ফিফটি পেয়েছিলেন ইয়াসির। আর মুশফিকের ব্যাট থেকে আসে ৪৩। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে সমর্থন যুগিয়ে যাচ্ছেন পুরো টুর্নামেন্টেইব্যাটসম্যানদের পাশাপাশি ব্যালেন্স রয়েছে ঢাকা বোলিং আক্রমণেও। বল হাতে ধারাবাহিক তাদের দুই সিমার মুক্তার আলী ও শফিকুল ইসলাম। সঙ্গে অভিজ্ঞ রুবেল হোসেনও পারফর্ম করছেন দারুণ। স্পিনার রবিউল ইসলাম রবিও বল হাতে নিয়মিত অবদান রাখছেন প্রায় প্রতি ম্যাচেই।ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ৯ ম্যাচে হেরে মাত্র দুটিতে। গ্রুপ পর্বে ঢাকার কাছে সাত রানে হারার পর প্রথম কোয়ালিফায়ারে তারা খুলনার কাছে বাজে ভাবে হারে। ৪৭ রানের ওই হার তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরাবে।তাদের ব্যাটিং মূলত জাতিয় দলের দুই স্ট্রোক প্লেয়ার সৌম্য সরকার ও লিটন দাসের উপর নির্ভরশীল। খুলনার বিপক্ষে ম্যাচে বড় রান তাড়া করতে যেয়ে, এই দুই জনের ব্যর্থতা ভুগিয়েছে চট্টগ্রামকে।বেক্সিমকোর ধারাবাহিক বোলিং আক্রমণের বিপক্ষে ম্যাচে জ্বলে উঠতে হবে চট্টগ্রামের মিডল অর্ডারকে। জাতীয় দলের দুই তারকা মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক সৈকতের সঙ্গে বড় ম্যাচে দল রান চাইবে মাহমুদুল হাসান জয় ও সৈকত আলীর ব্যাট থেকেও।বোলিং আক্রমণে রয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এই টুর্নামেন্ট দিয়েই নিজের সেরা ফর্মে ফিরেছেন দ্য ফিজ। ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ঢাকার বিপক্ষে তিনি ছন্দে থাকলে ম্যাচ জেতা অনেকটাই সহজ হয়ে যাবে চট্টগ্রামের।মুস্তাফিজকে যোগ্য সহায়তা দিচ্ছেন আরেক বাঁ-হাতি সিমার শরিফুল ইসলাম। সঙ্গে নাহিদুল-সঞ্জিতের স্পিন ও সৌম্যর পার্ট-টাইম মিডিয়াম পেইস কার্যকরী ভূমিকা রাখছে প্রতিপক্ষকে গুটিয়ে দিতে।শেষ ম্যাচের একাদশ থেকে দুই দলে পরিবর্তন আসার সম্ভাবনা কম। টুর্নামেন্টে দুই দলের হেড-টু-হেড রেকর্ডও সমান। গ্রুপ পর্বের দেখায় একবার জিতেছে ঢাকা, আরেকবার চট্টগ্রাম।

এ বিভাগের আরো খবর