প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। সোমবার প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারায় তারকাসমৃদ্ধ দলটি। তবে ফাইনাল ওঠার উচ্ছ্বাস মিইয়ে যেতে না যেতেই তাদের শুনতে হল দুঃসংবাদ। দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকতে পারছেন না ফাইনাল ম্যাচে।
শ্বশুরের অসুস্থতার কারণে সোমবার ম্যাচ শেষেই হোটেল ছাড়েন সাকিব। মঙ্গলবার ভোরে তিনি যুক্তরাষ্ট্র যান। জেমকন খুলনার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক বার্তায় জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল জানান পারিবারিক সমস্যাকে প্রাধান্য দিয়েই তারা ছুটি দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারকে। নাফিস বলেন, ‘সাকিবকে গতকাল (সোমবার) রাতে চলে যেতে হয়েছে। তার শ্বশুর দীর্ঘদিন যাবৎ অসুস্থ। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। জেমকন খুলনা পরিবারকে সবসময়ই প্রাধান্য দিয়ে থাকে। তাই দলের পক্ষ থেকেও কোনো সমস্যা হয়নি। রাতে সাকিব হোটেল ছাড়ে। আর সকালে ওর ফ্লাইট ছিল।’
আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর থাকার পর, বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। টুর্নামেন্টে বল হাতে ভাল করলেও ব্যাট হাতে সফল ছিলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে, কোয়ালিফায়ারে ১৫ বলে ঝড়ো ২৮ রান করে আভাস দিচ্ছিলেন ফর্মে ফেরার। ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল। জেমকন খুলনার বিপক্ষে লড়বে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে বেক্সিমকো ঢাকা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম।