বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হঠাৎ ক্ষেপে গেলেন মুশফিক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১৭:৪১

পুরো টুর্নামেন্টজুড়েই দেখা গিয়েছে মুশফিকের এমন ক্ষ্যাপাটে আচরণ। মুশফিকের কাছে এর কোনো ব্যাখ্যা নেই আপাতত। ম্যাচের পর মুশফিক বলেন, দল ও ব্যক্তি হিসেবে তাদের উন্নতির জায়গা আছে আরও।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরের ১৭তম ওভারের ঘটনা। শফিকুল ইসলামকে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন আফিফ হোসেন।

সেখানে ফিল্ডিং করছিলেন নাসুম আহমেদ। সেই ক্যাচ ধরতে অধিনায়ক মুশফিকুর রহিম আসছেন দেখে থেমেও যান নাসুম। অথচ ক্যাচ ধরার পর রীতিমত নাসুমের দিকে তেড়ে যান মুশফিক।

ক্যাচ ধরার সময় মুশফিক স্পষ্ট করে ক্যাচের জন্য 'কল' দিয়েছেন, এমনটিও বলা যাচ্ছে না।

এটি দিনের প্রথম ঘটনা নয়। পুরো ম্যাচেই সতীর্থদের প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা গেছে মুশফিককে। ১৩তম ওভারে আফিফের কাছে ছয় হজম করেন নাসুম। পরের বলে আফিফ সিঙ্গেল নেন। সেখানে বল ধরতে এগিয়ে যান নাসুম ও মুশফিক দুজনই। সেখানেও একই ব্যাপার! বল ধরার পর মুশি তেড়ে গেলেন নাসুমের দিকে।

পুরো টুর্নামেন্টজুড়েই দেখা গিয়েছে মুশফিকের এমন ক্ষ্যাপাটে আচরণ। মুশফিকের কাছে এর কোনো ব্যাখ্যা নেই আপাতত।

ম্যাচের পর মুশফিক বলেছেন, দল ও ব্যক্তি হিসেবে তাদের উন্নতির জায়গা আছে আরও। তিনি বলেন, ‘সব কিছু ঠিক আছে। জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের উন্নতির জায়গা আছে আরও।’

এ বিভাগের আরো খবর