বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এলিমিনেটরে ঢাকাকে ১৫০ রানে আটকে দিল বরিশাল

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৩১

সংক্ষিপ্ত স্কোর: বেক্সিমকো ঢাকা ১৫০/৮, ২০ ওভার (ইয়াসির ৫৪, মুশফিক ৪৩, মিরাজ ২/২৩, রাব্বি ২/৪০)

হারলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে বাদ, এমন সমীকরণ মাথায় নিয়ে সোমবার এলিমিনেটরে নামে ফরচুন বরিশাল ও বেক্সিমকো ঢাকা। সেই ম্যাচের প্রথম ইনিংসে ইয়াসির আলি রাব্বির ফিফটিতে ভর করে স্কোরবোর্ডে ১৫০ রান তুলেছে ঢাকা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। পাওয়ার প্লে-তে মাত্র ২৪ রান তুলতেই ফিরে যান দুই ওপেনার নাইম শেখ ও সাব্বির রহমান, সঙ্গে আল-আমিন জুনিয়রও।

নাইমকে তাসকিন আহমেদের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান মেহেদি হসান মিরাজ। এরপর তাসকিনের শিকার হয়ে ফিরে যান আল-আমিন। পাওয়ার প্লে-র শেষ ওভারে সোহরাওয়ার্দি শুভর বলে স্ট্যাম্প ছত্রভঙ্গ হয় সাব্বিরের, তাতে বিদায় নিতে হয় তাকে।

সেখান থেকে ৫০ রানের জুটি গড়ে তাদের উদ্ধার করেন অধিনায়ক মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। উদ্ধার করলেও, রান রেটে তখন পর্যন্ত বেশ পিছিয়ে ছিল ঢাকা। কামরুল ইসলাম রাব্বির বলে মুশফিক ফিরে গেলে, আবারও বিপদের আভাস পায় ঢাকা।

আকবর আলির সঙ্গে ইয়াসিরের ঝড়ো ১৯ বলে ৩৬ রানের জুটিতে রান রেট বাড়ায় তারা।

মিরাজের বলে আকবর ফিরে গেলেও, ইয়াসির এগিয়ে নিতে থাকেন দলকে। নিজের ফিফটি তুলে নেন ৩৯ বলে। শেষ ওভারে যতক্ষণে বিদায় নেন, ততক্ষণে ঢাকা পৌছে গেছে ১৫০ রানের কাছাকাছি।

শেষ পর্যন্ত ঠিক ১৫০ রানে শেষ করে ঢাকা। ইয়াসির ও আকবরের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ছয় ওভারে ঢাকা তুলেছে ৬৬ রান।

দুটি করে উইকেট শিকার করেন মিরাজ ও রাব্বি। একটি করে উইকেট নেন তাসকিন ও শুভ।

এ বিভাগের আরো খবর