বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামিমের করোনা হয়নি

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ২২:২১

করোনার উপসর্গ থাকায় সতর্কতার অংশ হিসেবে রোববার করোনা টেস্ট করানো হয় তামিমের। 

করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। রোববার করোনা পরীক্ষা করালে এই ফল আসে তার।

বিষয়টি রোববার নিশ্চিত করেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তামিমের দল ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার আলি সেকান্দার।

এর আগে শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে দেখা যায়নি ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। শনিবারের এই ম্যাচে তার জায়গায় দায়িত্বে ছিলেন মেহেদি হাসান মিরাজ।

শনিবারই ফরচুন বরিশাল জানিয়েছিল, শারীরিক অসুস্থতা বোধ করায় মাঠে নামেননি তামিম।

প্রথম ইনিংস শেষ হবার পরই তামিমকে ড্রেসিং রুম থেকে পাঠিয়ে দেয়া হয় হোটেলে। তখন থেকেই তিনি ছিলেন আইসোলেশনে।

করোনার উপসর্গ থাকায় সতর্কতার অংশ হিসেবে রোববার করোনা টেস্ট করানো হয় তামিমের।

‘তামিম ইকবাল বেশ ভালো আছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে সতর্কতা হিসেবে বিসিবির নিয়োজিত ডাক্তার রোববার সকালে করোনা পরীক্ষার জন্য তামিমের নমুনা সংগ্রহ করেছেন’, জানান আলি সেকান্দার।

এর আগে শনিবার তামিম ফেইসবুক পোস্টে জানান, পরীক্ষায় সব ফলাফল ঠিক এলে সোমবার এলিমিনেটরে খেলবেন তিনি। তবে করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসায়, সেটি আর হচ্ছে না তার।

‘আমার কালকে (শুক্রবার) থেকেই একটু শরীর খারাপ লাগছিল। আজকে সকালে একটু বেটার মনে হয়েছে। আউট হয়ে আসার পর থেকে শরীর একটু বেশিই দুর্বল লাগা শুরু হয়। তখনই বিসিবির মেডিক্যাল ইউনিট আমার চেকআপ করেছেন, করে মনে করেছেন আমার ওই সময়ে ড্রেসিং রুমে থাকাটা ঠিক হবে না। তো উনারা আমাকে হোটেলে পাঠিয়ে দিয়েছেন আইসোলেশনে। কালকে সকালে আমার কিছু টেস্ট হবে। আল্লাহ এর রহমতে সব টেস্ট যদি ঠিক থাকে, আমি আশা করি যে সেমিফাইনালে খেলতে পারব’, জানিয়েছিলেন তামিম।

সোমবার টুর্নামেন্টের এলিমিনেটরে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে বরিশাল। করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় সেই ম্যাচে খেলায় কোন বাধা নেই তামিমের।

এ বিভাগের আরো খবর