বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। প্লে-অফে উঠতে হলে সেই ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না বরিশালের।
শেষ পর্যন্ত দুই রানের শ্বাসরুদ্ধকর জয়ে প্লে-অফে উঠেছে বরিশাল। এলিমিনেটরেও মুখোমুখি হচ্ছে এই দুই দল।
এলিমিনেটরে হারলেই টুর্নামেন্টকে বলতে হবে বিদায়।এই ম্যাচে জিতলেও ফাইনাল নিশ্চিত নয়। প্রথম কোয়ালিফায়ারে হার মানা দলের সঙ্গে তখন মুখোমুখি হতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
দুই দলেরই তাই জয় ছাড়া উপায় নেই। ঢাকা আছে দারুণ ফর্মে। প্রথম তিন ম্যাচ হারার পর তারা জিতেছে টানা চার ম্যাচ। এরপর ছন্দপতন বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে।ম্যাচের আগে রোববার ঢাকার কোচ খালেদ মাহমুদ গণমাধ্যমকে জানান তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। ‘শনিবার যে ভুলগুলো করেছি সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি মনে করি আমরা বেটার দল। প্রথম তিন ম্যাচ হারার পর যেভাবে কাম ব্যাক করেছি সেখানে আমি মনে করি এখানে টিমের আত্মবিশ্বাসের আর কোনো সমস্যা নেই’, বলেন মাহমুদ।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ থাকায় ঢাকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্ব করেছিলেন মেহেদি হাসান মিরাজ। মিরাজের মতে যে দল ভালো ক্রিকেট খেলবে, জয় পাবে সে দলই।
‘আমরা শেষ ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছি তাই জিততে পেরেছি। এখন ডু-অর-ডাই ম্যাচ। চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। আমি মনে করি টিমের আত্মবিশ্বাস ভালো আছে। সবাই অ্যাকটিভ আছে। সবাই যদি ভালো ক্রিকেট খেলে তাহলে জিততে পারব’, বলেন মিরাজ।
বরিশালের ফর্ম ভালো নয়। গ্রুপ পর্বে আট ম্যাচের ভেতর তারা জিততে পেরেছে মাত্র তিনটি। ঢাকার বিপক্ষে জয় বাদে বাকি দুটি মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে, যারা একমাত্র দল হিসেবে পৌছুতে পারেনি প্লে-অফে।
একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা সামান্য দুই দলেরই। বরিশাল অধিনায়ক তামিমের করোনা নেগেটিভ আসায় ম্যাচে নিশ্চিত ভাবেই থাকছেন।
সম্ভাব্য একাদশ
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, সোহরাওয়ার্দি শুভ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান।
বেক্সিমকো ঢাকা: নাঈম শেখ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), আল-আমিন জুনিয়র, ইয়াসির আলি রাব্বি, আকবর আলি, মুক্তার আলি, রবিউল ইসলাম রবি, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শফিকুল ইসলাম।